September 9, 2024

কলকাতায় এবার হতে চলেছে পূর্বাঞ্চলীয় দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা

0
Advertisements

~ সবারে করি আহ্বান ~



HnExpress শিখা দেব, কলকাতা ঃ দীর্ঘ ২২ বছর বাদে আবার কলকাতায় জাতীয়স্তরের দেহ সৌষ্ঠব প্রতিযোগিতার আসর বসতে চলেছে। আগামী ১২ই ও ১৩ই নভেম্বর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশ নেবেন ২৫০জন প্রতিনিধি। বাংলা থেকে নামবেন ১১১ জন প্রতিনিধি।



মঙ্গলবার সাংবাদিক এক বৈঠকে সংস্থার সভাপতি স্বপন ব্যানার্জি বলেন, বাংলা থেকে অনেক বডি বিল্ডার জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে নজরে এসেছেন। তাদের দক্ষতাকে সেলাম করি। অনেক নামী প্রতিযোগীরাও অংশ নেবেন এই প্রতিযোগিতায়।



বাংলার পাশাপাশি অসম, মনিপুর, বিহার, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম সহ অন্য রাজ্য থেকেও প্রতিযোগীরা আসছেন। এদিনের বৈঠকে হাজির ছিলেন তুষার শীল, অঞ্জন মিত্র, সুদীপ্ত সরকার ও সঞ্চিতা মিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ও স্নেহাশিস চক্রবর্তী।

Advertisements

Leave a Reply