December 10, 2024

দক্ষিণ কোরিয়া লড়াই করে পয়েন্ট ছিনিয়ে নিলো দুরন্ত উরুগুয়ের কাছ থেকে

0
Img 20221124 Wa0008
Advertisements


HnExpress শিখা দেব, কলকাতা ঃ এশিয়া মহাদেশের অন্যতম সেরা দল দক্ষিণ কোরিয়া দাপট দেখিয়ে পয়েন্ট ছিনিয়ে নিলো দুবারের বিশ্বকাপ জয়ী দুরন্ত উরুগুয়ের কাছ থেকে। এবারের বিশ্বকাপে একের পর এক চমকপ্রদ ও অঘটনের খেলা চলছে।



বিশেষ করে এশিয়ার দেশগুলো যেভাবে অন্য দেশকে চাপে রাখছে তা কিন্তু সত্যিই দেখার মত। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ের ম্যাচে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছেড়ে কথা বলেনি। শেষ পর্যন্ত গোল শুন্য ভাবে খেলা শেষ হয়। এদিন সুয়ারেজকে সেভাবে ফর্মে দেখা যায়নি।



Advertisements

Leave a Reply