বৃষ্টির তোড়ে ভেসে গেল ঘরবাড়ি, বিপর্যস্ত হিমাচল প্রদেশ
HnExpress নিজস্ব প্রতিনিধি, হিমাচল প্রদেশ ঃ এদিকে অনাবৃষ্টির ফলে গরমে নাভিশ্বাস উঠছে, তো আরেক দিকে অতি বৃষ্টির জেরে বানভাসি। এবারে ভারী বৃষ্টিপাতের জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল প্রদেশের কুলু জেলার আন্নি মহকুমার বুছের পঞ্চায়েতের খাদভি, তারালা এবং সরাট গ্রাম।
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর নেই। তবে বৃষ্টির জেরে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা এলাকা। গত কয়েক দিন ধরেই হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল। আজ বুধবার হঠাৎই মেঘভাঙা বৃষ্টির জেরে স্থানীয় নদীর জলস্তর বেড়ে গিয়ে হড়পা বান দেখা গিয়েছে সেখানে।
প্রবল বৃষ্টির তোড়ে শহরের মধ্যে জল ঢুকতে শুরু করেছে। কুল্লু জেলার খাড়ভি, তরলা ইত্যাদি এলাকা ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সুত্রের খবর। জলের তোড়ে একাধিক গাড়ির ভেসে যাওয়ারও খবর মিলেছে। হড়পা বান এবং প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় ঘরবাড়ি থেকে চাষের জমি অব্দি। বিশেষ করে আপেল এবং অন্যান্য ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।