সংবিধান বিরোধী মন্তব্য করায় বিপাকে পড়ে পদত্যাগ করলেন কেরলের মন্ত্রী চেরিয়ান
HnExpress ওয়েবডেক্স নিউজ, কেরল ঃ ‘ভারতীয় সংবিধান বিরোধী’ মন্তব্যের জেরে বিপাকে পড়ে অবশেষে পদত্যাগ করলেন কেরলের মন্ত্রী সাজি চেরিয়ান। তিনি কেরলের সংস্কৃতি এবং মৎস্য মন্ত্রীর দায়িত্বে ছিলেন। যদিও প্রাক্তন মন্ত্রীর দাবি, ‘আমি সংবিধানকে শ্রদ্ধা করি এবং সংবিধান রক্ষার ক্ষেত্রে আমার দল সর্বদা প্রথম সারিতেই থাকে। গত রবিবার পাঠানামথিট্টায় দলের একটি অনুষ্ঠানে ভাষণের সময় সংবিধান নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন তিনি।
“সংবিধানে একাধিক ফাঁকফোকর আছে এবং সমাজের একটি শ্রেণির মানুষ লাভবান হন না বলেও অভিযোগ করেন তিনি। সেইসঙ্গে আরও একাধিক অভিযোগ করেছিলেন চেরিয়ান।” দলের জেলা কমিটির ওয়েবসাইটেও পোস্ট করা হয়েছিল সেই ভাষণের ভিডিয়ো। কিন্তু চেরিয়ানের মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহলে। পিনারাই বিজয়ন সরকারের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস এবং বিজেপি।
তুমুল হট্টগোলের জেরে বুধবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার মিনিটখানেকের মধ্যেই মুলতুবি করে দেওয়া হয়। চেরিয়ানের বিরুদ্ধে মুখ সরব হয় জোটসঙ্গীরাও। শুধু তাই নয়, চেরিয়ানের বিরুদ্ধে পুলিশকে মামলা দায়ের করার নির্দেশ দেয় পাঠানামথিট্টর এর উচ্চ আদালত। তার জেরে ক্রমশ চাপ বাড়ছিল কেরলের প্রথমবার জয়ী মন্ত্রীর উপর।
তবে প্রাথমিকভাবে সাহসী মুখ’কে তুলে ধরছিলেন চেরিয়ান। শেষপর্যন্ত অবশ্য চাপের মুখে পড়ে নতিস্বীকার করেন। যদিও চেরিয়ানের দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখা করা হচ্ছে। তাও তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তাঁর ইস্তফার সিদ্ধান্ত মেনে নিয়েছেন বিজয়ন।