ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারপার্সন সুমলা আগরওয়াল সহ তৃণমূল প্রার্থীরা জমা দিলেন মনোনয়নপত্র

0


HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ ইংরেজ বাজার পৌরসভার প্রশাসক মন্ডলীর প্রাক্তন চেয়ারপার্সন সুমলা আগরওয়াল সহ তৃণমূল প্রার্থীরা মঙ্গলবার জমা দিলেন মনোনয়নপত্র। গতকাল ইংরেজবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের হয়ে সন্ধ্যা দাস, পৌরসভার প্রশাসক মন্ডলির প্রাক্তন চেয়ারপার্সন তথা দুই নম্বর ওয়ার্ডের প্রার্থী সুমলা আগরওয়াল মনোনয়নপত্র জমা করেন।



এরই পাশাপাশি পৌরসভার চার নম্বর, ছয় নম্বর এবং এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরাও এদিন মনোনয়নপত্র জমা করেন। সেই মর্মে এদিন গোটা মালদা শহর জুড়ে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল কোভিড স্বাস্থ্যবিধি মেনেই। মিছিলে দলীয় কর্মীরা ঝান্ডা হাতে অংশ নেয়।

Leave a Reply

%d bloggers like this: