December 11, 2024

ফের মালদার বামন গোলা থানার তৎপরতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

0
Img 20220407 Wa0000
Advertisements


HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ গোপন সূত্রে খবর পেয়ে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বামন গোলা থানা পুলিশ‌। গতকাল রাতে এসআই রাকেশ বিশ্বাস ও এএসআই মিলন সরকার এর নেতৃত্বে পুলিশ অভিযান চালায় পিপি প্রাথমিক বিদ্যালয় এর রোড এলাকায়। সেখানে এক ব্যক্তিকে সন্দেহভাজন ভাবে ঘুরাঘুরি করতে দেখা যায়। পরে সনজিৎ হালদার (৩৩) নামে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ



তাঁর বাড়ি বামন গোলা থানার তালতলা এলাকায়। তার কাছে থেকে উদ্ধার হয় একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও একটি লোহার রড। এসআই রাকেশ বিশ্বাস জানান, ওই সনজিৎ হালদারের নামে এর আগেও একাধিক মামলা রয়েছে। এই দুষ্কৃতী স্মাগলারের হয়ে কাজ করে। এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তাঁকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য হেফাজত চেয়ে আজ মালদা জেলা আদালতে পেশ করল বামন গোলা থানার পুলিশ

Advertisements

Leave a Reply