উত্তরবঙ্গ সফরে গিয়ে বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পালের ওপর পুলিশি বঞ্চনার অভিযোগ

0

HnExpress ১৫ই ডিসেম্বর, অরুণকুমার, শিলিগুড়ি ঃ বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের দেখানো পথ ধরেই এবার পুলিশকে হুমকি দিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। উত্তরবঙ্গ সফরে গিয়ে বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পালের ওপর পুলিশি বঞ্চনার অভিযোগ উঠে এল।

রাজনৈতিক কর্মসূচিতে এদিন রবিবার উত্তরবঙ্গ এর শিলিগুড়িতে আসেন ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল, এসেই তিনি দেখা করতে পোঁছে যান রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অনিন্দিতা দাস এর সাথে। যদিও এই মুহূর্তে তিনি শিলিগুড়ির স্পেশাল সংশোধনাগারে পুলিশি হেফাজতে রয়েছেন। অভিযোগ, এদিন তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি অগ্নিমিত্রা পলকে। দেখা করার আগেই পুলিশ তাঁকে আটকে দেয় বলে অভিযোগ।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান অগ্নিমিত্রা পল। তিনি বলেন, রাজ্য পুলিশ তৃণমূলের হয়ে দল দাসের কাজ করছে। শিলিগুড়ি মহাকুমার সংশোধনাগারের গেটের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মহিলা মোর্চার সভানেত্রী বলেন, আমাদের একজন কার্যকর্তা বিনা অপরাধে গ্রেফতার হয়েছেন। তাঁর সাথে দেখা করতে গেলে পুলিশ আমাকে দেখা করতে দেয়নি। এর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী কি প্রমাণ করতে চাইছেন, রাজ্যের আইন-শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে?

এদিন তিনি আরও বলেন যে, সাধারণ মানুষও আজ সুরক্ষিত নয়। বাছাই করে করে বিজেপির কার্যকর্তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হচ্ছে। বিজেপি কখনোই তা বরদাস্ত করবে না। গোটা রাজ্য জুড়ে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বিজেপি মহিলা মোর্চা। তবে তিনি এটাও বলেন, সব পুলিশ কর্মীরাই খারাপ নন। কিন্তু কিছু পুলিশ অফিসার এমন কাজ করছেন, তাতে স্পষ্ট যে তাদের শিরদাঁড়া ভেঙে গিয়েছে।’ এই বলে ফের পুলিশকে নিশানা করলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply