মালদায় বিয়ে বাড়ি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ৮

0


HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ বিয়ে বাড়ি যাওয়ার পথে ঘটে যায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনায় মৃত দুই, আহত আট জন। আজ শুক্রবার, সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে মালদার ইংরেজবাজার থানার আম বাজার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাইপাসে।

ঘটনার প্রত্যক্ষদর্শীর তরফে জানা গেছে যে, একটি বলেরো গাড়ি করে মুর্শিদাবাদ জেলার ওমরপুর থেকে শিলিগুড়ির দিকে একটি বিয়ে বাড়িতে যাচ্ছিলেন চালক-সহ প্রায় জনাদশেক মানুষ। ঠিক সেই সময় ইংরেজ বাজার থানার আম বাজার বাইপাস এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলেরো গাড়িটি, আর তৎক্ষনাৎ উল্টে যায় গাড়ি।



স্থানীয় সহায়তায় ও পুলিশের তৎপরতায় তড়িঘড়ি আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পুলিশ সুত্রে জানা গেছে যে, মীর কোয়েল এবং ওই বলেরো গাড়ির চালক সহ দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আর দুর্ঘটনায় আহত বাকি আট জন এখন চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

%d bloggers like this: