November 14, 2024

পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূলের ভাঙ্গন অব্যাহত

0
Advertisements

HnExpress অর্নব দেবনাথ, পশ্চিম মেদিনীপুর ঃ পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূলে ভাঙ্গন অব্যাহত। আজ একই দিনে গোয়ালতোড় ব্লকের তৃণমূলের চার জন নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং একজন পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রায় হাজার দেড়েক কর্মী-সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন।

অন্যদিকে নারায়ণগড় ব্লকের মকরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ ১৮ জন গ্রাম পঞ্চায়েতের সদস্য এদিন বিজেপিতে যোগদান করলেন জেলা বিজেপির নিজস্ব কার্যালয়ে থেকে। এদিকে কেশিয়াড়ি যে পঞ্চায়েত সমিতি এখনো বোর্ড গঠন হয়নি পঞ্চায়েত নির্বাচনের পর থেকে।

সেই কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির গতবারের তৃণমূলের যিনি সভাপতি, সেই সোমা দণ্ড পাঠ এবং এবারে তৃণমূলের নির্বাচিত সদস্য, তিনিও আজকে বিজেপিতে যোগদান করলেন।

If U like publish any type of Advertisements, Plz contact Us

অন্যদিকে, আগামী ১০ তারিখ কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় বিজেপির শক্তি অনেকটাই বাড়ল কেশিয়াড়িতে।

Advertisements

Leave a Reply