বিদ্যাধরী নদীর উপর বোয়ালঘাটা সেতুবন্ধনের উদ্বোধনে যারপরনাই খুশি সাধারণ মানুষ

0


HnExpress নারগিস পারভীন, বোয়ালঘাটা ঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত বোয়ালঘাটার বিদ্যাধরী নদীর উপর উদ্বোধন হলো বোয়ালঘাটা সেতু। আর এই উদ্বোধনের মধ্য দিয়ে রাজ্যের দুই ২৪ পরগনাকে যোগাযোগের জন্য আরও কাছাকাছি নিয়ে এল বোয়ালঘাটা বিদ্যাধরী সেতু।



এদিন আসানসোল থেকে ভার্চুয়ালি বিদ্যাধরী নদীর উপর সেতু উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত এই সেতু উদ্বোধনের ফলে দুই জেলার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবনের বিধায়ক বঙ্কিম হাজরা, রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, ও জেলার অন্যান্য বিধায়করা।



এই বোয়ালঘাটা সেতু উদ্বোধনের আগে হাড়োয়া, মিনাখা, সন্দেশখালি, হিঙলগঞ্জ সহ বিভিন্ন ব্লকের মানুষকে উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে শহর বারাসাতে আসতে হলে প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ ঘুরে আসতে হতো। যা বোয়ালঘাটা সেতু উদ্বোধনের পর মাত্র ২০-২৫ কিলোমিটার ব্যবধানে জেলা সদরে চলে আসতে পারবে। এখানকার এলাকার সকল সাধারণ মানুষ খুবখুশি হয়েছেন এই সেতুবন্ধনের ফলে।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply