November 14, 2024

রাজ্যে ১৭ হাজার শিক্ষক নিয়োগ রেডি ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, আসানসোল ঃ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি অনুষ্ঠান মঞ্চের সামনে চাকরির দাবি নিয়ে প্ল্যাকার্ড হাতে উপস্থিত ছিলেন টেট-উর্ত্তীর্ণ পরীক্ষার্থীরা। মঙ্গলবারেও তৃণমূলের কর্মিসভায় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে কয়েক জন এসএলএসটি চাকরির প্রার্থী প্ল্যাকার্ড উঁচিয়ে ধরে বলে সুত্রের খবর। গত সোমবার চাকরিপ্রার্থীদের আলাদা করে ডেকে আশ্বস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী।



কিন্তু মঙ্গলবার দৃশ্যতে তাঁকে যথেষ্টই ক্ষুব্ধ বলে মনে হয়েছে। মঙ্গলবার আসানসোলে মমতার দেড় ঘণ্টার সভার মাঝামাঝি কয়েক জন মহিলাকে মঞ্চের কাছাকাছি জায়গা থেকে পোস্টার উঁচিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে দেখা যায়। আর তা দেখামাত্রই মঞ্চ থেকে তাঁদের বসতে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সরাসরি অভিযোগ করেন যে, এদেরকে বিজেপি এবং সিপিএম পাঠিয়েছে সভায় অশান্তি সৃষ্টি করতে!



পরে তাঁর নির্দেশে ওই সভা থেকে প্রতিবাদীদের সরিয়ে নিয়ে যায় পুলিশ। এদিন সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন, ১৭ হাজার শিক্ষকের চাকরির নিয়োগ তিনি ঠিক করে রেখেছেন। কিন্তু ওই চাকরিপ্রার্থীদেরই কেউ কেউ আদালতে মামলা করেছেন। তার জন্যই নিয়োগপর্ব নিয়ে এত জটিলতা বাড়ছে।

চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আপনারা আগে আদালতের অনুমতি আনুন! চাকরি রেডিই আছে।’’ অন্যদিকে চাকরিপ্রার্থীরা জানান, তাঁরা শুধু কাজের কথা বলতেই এসেছেন। যার উত্তরে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘আমি তো কোর্টের অর্ডারই (নির্দেশ) মানব ভাই! আপনারা বরং আইনজীবীর সঙ্গে কথা বলুন।

Advertisements

Leave a Reply