পেয়েও পেলো না জয় সবুজ মেরুন দল
HnExpress শিখা দেব, কলকাতা ঃ আবারও পয়েন্ট নষ্ট করল এ.টি.কে মোহনবাগান। কোচ ফেরানডোর ছেলেরা এগিয়ে থেকেও জয় পেল না মুম্বই সিটি এফ.সি’র বিপক্ষে। শুরুটা ভালোই করেছিল সবুজ মেরুন দল। কিন্তু তা ধরে রাখতে পারলো না শেষ অব্দি।
লিস্টনের গোলে প্রথম পর্বে এগিয়ে যায় এ.টি.কে মোহনবাগান। বেশ কয়েকটি সুযোগও হাতছাড়া করে। দ্বিতীয় পর্বে মুম্বই সিটি এফ.সি’র খেলোয়াড়রা চাপ সৃষ্টি করতে থাকেন। সেই সুযোগেই গোল পেয়ে যায়। তবে সেই গোল পরিশোধ করে দিয়াজ খেলায় সমতা ফিরিয়ে আনেন।
এদিকে বৃহস্পতিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে রাজস্থান ইউনাইটেড ক্লাবের সঙ্গে। এদিন ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই পয়েন্ট নষ্ট করে ফলাফল ড্র করে।