December 11, 2024

নব মহাকরণের একাংশ হস্তান্তরিত হলো কলকাতা হাইকোর্টের হাতে

0
Cm New Secretariate Programme
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে নব মহাকরণ ভবনের একাংশ আনুষ্ঠানিকভাবে কলকাতা হাইকোর্টকের হাতে তুলে দেওয়া হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। বাম আমলে ডালহৌসির মহাকরণ থেকেই রাজ্যের সরকার ও সরকারি দপ্তরগুলো চলত। কিন্তু জায়গা কম পড়ায় বিকল্প ব্যবস্থা হিসেবে তৈরি হয় এই নতুন মহাকরণ ভবনটি।



সেখানে বেশ কিছু সরকারি দফতরকে সরিয়ে আনা হয়। জানা গেছে, কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বসার জায়গা কম পড়ছিল। অনেকেই বসার জায়গা পাচ্ছিলেন না। ফলে কাজে অসুবিধে হচ্ছিল। তাই নব মহাকরণ ভবনের বেশহ কয়েকটি দফতর সরিয়ে সেখানে আদালতের কাজের জন্য ব্যবহার করতে দেওয়ার কথা ভাবে রাজ্য সরকার।

আর সেই মতোই নতুন মহাকরণের একতলা থেকে নয় তলা পর্যন্ত পুরোটাই আদালতের হাতে তুলে দেওয়া হয় আজ। বিল্ডিংয়ের বাকি অংশটা থাকছে রাজ্য সরকারের হাতেই। এদিন নব মহাকরণ হস্তান্তর অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বললেন, ”আমার কাছেও সিনিয়র বার কাউন্সিলের কার্ড আছে। আমিও একজন আইনজীবী। যেকোনও দিন আদালতে প্র‍্যাকটিস করতেও আসতে পারি।



এর আগে কিছু মানবাধিকার কেসও লড়েছি আমি।” এরই পাশাপাশি তিনি মিডিয়া ট্রায়াল নিয়েও সরব হন। তাঁর মতে, ”যেকোনও বিচারাধীন মামলার তদন্ত হওয়া উচিত নিরপেক্ষ। কিন্তু মিডিয়া ট্রায়াল সেই মামলার ভাবমূর্তিকে নষ্ট করে দেয়। বাস্তবের সঙ্গে যার কোনও মিল নেই। এর ফলে রাজ্য বদনামের ভাগী হয়।” এদিন অনুষ্ঠানে উপস্থিত বিচারপতি সহ সংবাদমাধ্যমের কাছে মিডিয়া ট্রায়াল পন্থা বন্ধ করার অনুরোধ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

Leave a Reply