না ফেরার দেশে পাড়ি জমালেন তরুন মজুমদার

0


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ ৯১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলা চলচ্চিত্র জগতের প্রবীণ পরিচালক তরুন মজুমদার। আজ সোমবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় চিকিৎসাধীন ছিলেন তিনি। 



অবস্থার অবনতি হওয়ায় কয়েক দিনের মধ্যেই তাঁকে উডবার্ন ওয়ার্ড থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্ততরিত করা হয়। পরে সেখানে তাঁর অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল বলে হাসপাতাল তরফে জানানো হয়। কিন্তু সম্প্রতি আবারও তাঁর শারীরিক অবশ্যর অবনতি হতে থাকে।



রবিবার তাঁকে আবার ভেন্টিলেশনে দিতে হয়। সেখান থেকে আর তাঁকে ফেরাতে পারেননি চিকিৎসকরা। সোমবার সকাল ১১টা ১৭ মিনিটে মৃত্যু হয় প্রবীণ পরিচালকের। ১৯৬২ সালে ‘কাচের স্বর্গ’ ছবির জন্য প্রথম জাতীয় পুরস্কার পান পরিচালক তরুন মজুমদার



মোট চারটি জাতীয় পুরস্কার জয়ী এই চলচ্চিত্র পরিচালককে ১৯৯০ সালে কেন্দ্রীয় সরকার পদ্মশ্রী সম্মানে বিভূষিত করে। এছাড়াও বিএফজেএ পুরস্কার এবং আনন্দলোক পুরস্কারেও সম্মানিত করা হয়েছিল পরিচালক তরুন মজুমদারকে। শোক স্তব্ধ গোটা চলচ্চিত্র জগৎ।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply