Super Cup সুপার কাপ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে হাজির লাল হলুদ কর্মকর্তারা
HnExpress শিখা দেব, কলকাতা ঃ দীর্ঘ এক যুগ বাদে জাতীয় স্তরের ট্রফি জিতল ইস্টবেঙ্গল (East Bengal)। সুপার কাপ ফুটবলের ফাইনালে ওড়িশা এফসিকে (Odisha FCK) হারিয়ে সেরা হয়েছে লাল হলুদ শিবির। যা বাংলার ফুটবলে অবশ্যই গর্বের বিষয়।
তাই উত্তরবঙ্গ সফরে থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) খবর পেয়েই ফোনে ক্লাবের শীর্ষ কর্মকর্তা দেবব্রত সরকারকে অভিনন্দন জানান। দল ফিরে আসার পরে কলকাতা রাজপথে লাল হলুদের সমর্থকরা (Red Yellow Supporters) আনন্দে মেতে ওঠেন।
আর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর (Chief Minister) বাড়িতে সুপার কাপ ও মিষ্টির হাড়ি নিয়ে হাজির হোন দেবব্রত সরকার সহ অন্য কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী জানান, তিনিও খুব খুশি হয়েছেন ইস্টবেঙ্গলের (East Bengal) এই অসাধারণ সাফল্যে।
তিনি লাল-হলুদ দলকে (Red Yellow Team) আরও ভালো করে খেলার জন্য আশীর্বাদ সহ আন্তরিক অনুপ্রেরণাও দেন। সব সময়ই ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব মুখ্যমন্ত্রীর তরফে সবরকম সহযোগিতা পেয়ে থাকে বলে জানান কর্মকর্তারা।