December 10, 2024

Derby Match ডার্বি ম্যাচে কেউ কাউকে টেক্কা দিতে পারলো না

0
Img 20240204 Wa0000
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা ঃ ডার্বি ম্যাচ (Derby Match) বলতেই টানটান উত্তেজনা। সেই উত্তেজনায় দুই প্রধান ইস্টবেঙ্গল বা মোহনবাগান কোনও দলই টেক্কা দিতে পারলো না। খেলা শেষ হলো ২-২ গোলে। খেলার শুরুতেই গোল করে ইস্টবেঙ্গল এগিয়ে যায়। গোল করেন অজয় ছেত্রী (Ajay Chettri)। খেলা তখন মাত্র তিন মিনিট গড়িয়েছে।

পাল্টা আক্রমণ শানিয়ে মোহনবাগান সমতা ফিরিয়ে আনে। ১৭ মিনিটে গোল করেন সাদিকু (Sadique)। খেলার প্রথম পর্বে আর কোনও গোল হয়নি। দ্বিতীয় পর্বের খেলা শুরু হতেই আবার আক্রমণ গড়ে তোলে ইস্টবেঙ্গল। ৫৫ মিনিটে পেনাল্টি পেয়ে যায় লাল হলুদ শিবির (Red Yellow Camp)।

সিলভা (Silva) পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি। ইস্টবেঙ্গল আবার এগিয়ে যায়। তারপরে সব খেলোয়াড় রক্ষণভাগে চলে আসেন। ৮৭ মিনিটে পেত্রাতোস (Petratosh) মোহনবাগানের হয়ে গোল করে সমতা ফিরিয়ে আনেন। তারপরে আর কোনও গোল হয়নি। ফলে ডার্বি ম্যাচ (Derby Match) ২-২ গোলেই অমীমাংসিত ভাবে শেষ হয়।

Advertisements

Leave a Reply