Anandapur বিধ্বংসী আগুনে ভস্মিভূত আনন্দপুর হাসপাতাল সংলগ্ন ঝুপড়ি
বাইপাসের ধারে আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। আনন্দপুর ফর্টিস হাসপাতালের সামনে থাকা ঝুপড়িতে পরপর ঘটে বিস্ফোরণ। বিধ্বস্ত গোটা বস্তি এলাকা।
HnExpress ২৫শে ফেব্রুয়ারি, নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বাইপাসের ধার সংলগ্ন রুবি আনন্দপুরের (Anandapur) বস্তি এলাকা ভয়াবহ অগ্নিকাণ্ডে বিধ্বস্ত। আনন্দপুরের এক বেসরকারি হাসপাতালের (Hospital) সামনে থাকা ঝুপড়িতে পরপর বিস্ফোরণ ঘটে। তবে কী ভাবে যে এই আগুন লাগলো, তা এখনও জানা সম্ভব হয়নি। যদিও পুড়ে যাওয়া ঝুপড়িতে কেউ আটকে নেই বলেই জানা যাচ্ছে। এদিকে কলকাতায় (Kolkata) আজ ঝোড়ো হাওয়ার গতিবেগ ছিল বেশ অনেকটাই। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
এদিকে ঝুপড়িতে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে (Blasting) একের পর এক কান ফাটানো বিস্ফোরণ ঘটে চলেছে। অগ্নিকাণ্ডের জেরে কেউ হতাহত হননি। তবে একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যাচ্ছে বলে সূত্রের খবর। রিপোর্ট অনুযায়ী, অন্তত ৫০টি ঘর ও দোকান পুড়ে গিয়েছে। এদিকে সামনেই রয়েছে হাসপাতাল (Hospital)। সেখানকার চিকিৎসক এবং রোগীর আত্মীয়রাও বিস্ফোরণের আওয়াজে ভয় পেয়ে বেড়িয়ে আসেন।
জানা গেছে, দমকলের (Fire Brigade) ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এরই পাশাপাশি আগুন নেভানোর জন্যে স্থানীয়রাও দমকলকর্মীদের সঙ্গে হাত মিলিয়েছেন। সর্বস্ব হারানোর আতঙ্কে দিশাহারা হয়ে ঝুপড়ির বাসিন্দারা কান্নায় ভেঙে পড়েছেন। ঝুপড়িতে উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডও পুড়ে গিয়েছে বলে জানা গেছে। ঝুপড়িবাসীদের অনেকেই এই আগুনে নিজেদের সারা জীবনের কষ্টের উপার্জনও হারিয়েছেন।
তবে বস্তিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে গোটা এলাকা আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। সেখান থেকে মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ (Police)। যদিও ঠিক কী ভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। অবশ্য অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর না থাকলেও গোটা ঝুপড়ি প্রায় আগুনে পুড়ে ছাই হয়ে ভস্মে পরিণত হয়েছে।