রাধা গোবিন্দ মোহনরায় জীউ মন্দির এর উদ্যোগে পালিত হলো “শ্রীধাম চন্ডিপুর রথযাত্রা মহোৎসব”

0

HnExpress শৈলেস ঘোষ, মছলন্দপুর ঃ গতকাল রাধা গোবিন্দ মোহনরায় জীউ মন্দির এর উদ্যোগে শ্রীধাম চন্ডিপুর রথযাত্রা মহোৎসব এবছর চতুর্থ বছরে পদার্পণ করল। গুরুদেব দেবব্রত গোস্বামী প্রতিষ্ঠিত শ্রীগুরু চৈতন্য সংঘের পরিচালনায় এই রথযাত্রার আয়োজন করা হয়েছিল। জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা হলেন গুরুদের শিশুকাল এর ভজনের ধারাক্রম। এদিন রাধাগোবিন্দ মোহনরায় জীউ মন্দিরের উদ্যোগে শ্রীধাম চন্ডিপুর রথযাত্রা মহোৎসবে কমপক্ষে ৫০০০ ভক্তবৃন্দের আগমনে চন্ডিপুর আজ শ‌্রীধাম। তাদের সকলের জন্য ভোগ সেবারও আয়োজন করা হয়েছিল।

পুরী ধামের সংকল্পিত এই রথ আজ চন্ডিপুরেও তার জায়গা করে নিয়েছে। আজ মাত্র অল্প কয়েক বছরেই রাধাগোবিন্দ মোহনরায় জীউ মন্দিরের রথে এত ভক্তবৃন্দের আগমনে চন্ডিপুর শ‌্রীধামে পরিনত হয়েছে। এই সংঘের সহ সম্পাদক সুমন দে তাদের রথযাত্রা সম্পর্কে আমাদের প্রতিনিধিকে জানালেন যে, আমরা আমাদের এই রথযাত্রাকে চন্ডিপুর এর সমস্ত মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করেছি, আর তাই আমাদের রথের নাম “শ্রীধাম চন্ডিপুর রথযাত্রা মহোৎসব”। আমাদের উদ্দেশ্য, সকলে মিলে যে একই সূতোয় আছি, আরেকবার সেটাই প‌্রমান করা।

যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

তিনি আরও বললেন, আমরা এবারে আমাদের এখানে বিভিন্ন রকম ধর্মীয় ভাবধারা তুলে ধরার চেষ্টা করেছি। যেমন, পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়। আমরা তাদের সাথে একসাথে কাজ করার চিন্তা-ভাবনা করেছি। তারা যেভাবে ভগবানকে পূজা করে যেভাবে ভগবানকে ভজনা করে, আর যে যেভাবে হরে কৃষ্ণ কীর্তন করে ভগবানকে ভজনা করে, আবার কেউ কেউ হরিবোল বলে ভগবান কে ভজনা করে। কিন্তু আমরা দেখছি সকলের গন্তব্যস্থল একটাই। আর সেটা হচ্ছেন ভগবান।

আমরা যে যেভাবেই পুজো করি না কেন, তা একমাত্র ভগবানকে পাওয়ার জন্যই আমরা করে থাকি। আমরা যে যেভাবে আরাধনা করি সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি এই বছর শ্রীধাম চন্ডিপুর রথযাত্রা উৎসব এর মাধ্যমে।
এখানে চন্ডিপুরের আপামর সমস্ত জনসাধারণ আমাদেরকে সহযোগিতা করেছে। এছাড়াও তিনি জানালেন, আমাদের সহযোগিতা করেছে চন্ডিপুর বাজার ব্যবসায়ী সমিতি। চন্ডিপুরে যে যেভাবে ভগবানের ভজনা করে এমন প্রত্যেকটি সম্প্রদায় তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই অনুষ্ঠানকে সফল করতে।

পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন, চন্ডিপুর এলাকার গ্রাম পঞ্চায়েত ও চন্ডিপুরের সমস্ত ক্লাব সংগঠন এবং আশেপাশের সমস্ত পঞ্চায়েত আমাদেরকে সহযোগিতা করেছে। বিভিন্ন জেলা ও বিভিন্ন রাজ্য থেকেও আমাদের এখানে রথযাত্রায় অগণিত মানুষ এসেছে অংশগ্রহণ করতে, সংঘ এর পক্ষ থেকে তাদের আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। এদিনের অনুষ্ঠানে বহু সংখ্যক ভক্তগণের সাথে উপস্থিত ছিলেন সংঘের সভাপতি দেবদূত দে, সম্পাদক লিটন দে, সহ-সম্পাদক সুমন দে সহ বহু বিশিষ্ট অতিথিবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন এলাকার প্রায় ২৫ টি বিভিন্ন ধর্মীয় সংঘ ও তার ভক্তবৃন্দগণ।

ছবি সৌজন্যে ঃ ইন্দ্রাণী সেনগুপ্ত।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply