মহাসমারোহে জন্মাষ্টমী পালিত হচ্ছে শহরের বিভিন্ন মন্দির ও প্রতিটি ঘরে ঘরে

0

HnExpress ১১ই অগাস্ট, জয় গুহ, কলকাতা ঃ আজ বাংলার ২৬শে শ্রাবণ ১৪২৭, ইংরেজির ১১ই আগস্ট ২০২০; শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। ফলে মহাসমারোহে জন্মাষ্টমী পালিত হচ্ছে শহরের বিভিন্ন মন্দির ও প্রতিটি ঘরে ঘরে। এই উপলক্ষে বিভিন্ন মন্দির সেজে উঠেছে, আলোয় আলোকিত করা হয়েছে প্রত্যেকটি রাধা কৃষ্ণ মন্দির। জন্মাষ্টমী পালিত হচ্ছে শহরের বিভিন্ন মন্দির ও শহরের বিভিন্ন এলাকার প্রায় প্রতিটি ঘরে ঘরেই জন্মাষ্টমী পালন করা হচ্ছে।

করোনা আবহেও পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন চলছে বেশ জোরকদমেই। সামাজিক দূরত্ব বজায় রেখেই এবারে পালিত হচ্ছে জন্মাষ্টমীর পুজোর। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন মন্দিরের পাশাপাশি গৃহস্থের বাড়িতে নিয়ম মেনেই পূজা সারলেন গৃহস্থ বাসিন্দারা। তবে করোনা আবহে সরকারি নির্দেশ মেনে দূরত্ব বজায় রেখে অতিসাধারণ ভাবেই এবারে পালিত হল জন্মাষ্টমীর অনুষ্ঠান। ভক্তবৃন্দদের আশা করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর ধুমধামের সহিত পালিত হবে এই দিনটি।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply