“নার্সিং এক্সিলেন্স” সম্মাননায় ভূষিত নারায়াণা হাসপাতালের নার্সিং টিম

0

যেকোনো ধরনের ডিজিটাল বিজ্ঞাপন এর জন্য যোগাযোগ করুন ঃ ৬২৮৯২৩৫০৭৬


HnExpress অনিন্দিতা সেন, বারাসাত ঃ নার্সিং এমন একটি পেশা, যা সাধারণ  জনগণের  স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। এ পেশার মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিকভাবে কোন মুমূর্ষু রোগী বা ব্যক্তির স্বাস্থ্য পুণরুদ্ধার ও জীবনযাত্রার গুরুত্বতা তুলে ধরা হয়। এ পেশার সাথে সম্পৃক্ত, দক্ষ কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিই নার্স বা  সেবিকা নামে পরিচিত। প্রধানতঃ নারীরাই নার্সিং পেশার সাথে জড়িত থাকেন।

তবে এখন অনেক পুুুরুষও এই পেষার সাথে যুুুুক্ত হচ্ছেন। সম্প্রতি কলকাতার কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) থেকে নার্সিং এক্সিলেন্সের জন্য সম্মাননা পাওয়ায় যথেষ্ট উচ্ছ্বসিত নারায়াণা মাল্টিস্পেশালিটি হাসপাতাল, যশোররোড বারাসাত ইউনিটের নার্সিং টিম। বস্তুত আমরা জানি, চিকিৎসা জগতে ডাক্তার হোক বা নার্স, তাদের কাছে সেবাই পরম ধর্ম। এই আধুনিক নার্সিং সেবার অগ্রদূত বা মূল অনুপ্রেরণা ছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল।



যিনি একজন লেখিকা এবং পরিসংখ্যানবিদ হিসাবে পরিচিত। আর তাঁরই নিরলস প্রচেষ্টায় ১৮৫৯ সালে তিনি নাইটিঙ্গেল ফান্ডের জন্য সংগ্রহ করেন প্রায় ৪৫ হাজার পাউন্ড। পরবর্তী সময়ে তিনি ভারতবর্ষের গ্রামীণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থার ওপর গবেষণাও চালান। যা ভারতবর্ষে উন্নত স্বাস্থ্যসেবা পৌছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখে। প্রতিটি স্বাস্থ্যসেবা সংকটের অগ্রভাগে দিবারাত্র কর্তব্যরত থাকে নার্স। আর এগুলি স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ।



যা মানুষকে কেবল সুস্থ করে দিতেই সাহায্য করে তা নয়, বরং রুগির পরিবারের জন্য সবচেয়ে বড় সমর্থন হয়ে ওঠে। তাঁদের সদা তৎপরতার সেবা মুমূর্ষু রুগীকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়। এই যোদ্ধারা সেবার কাজে নিজেদেরকে নিঃস্বার্থভাবে নিয়োজিত করেছেন। তাঁরা তাঁদের পরিবার এবং প্রিয়জনদের থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন রেখে দিনের বেশিরভাগ সময়টা, তাদের সবটুকু দিয়ে স্বাস্থ্য পরিষেবাতে উৎসর্গ করছেন।



মুমূর্ষু রুগীর জীবন রক্ষার ক্ষেত্রে ডাক্তারদের পাশাপাশি নার্সদের কৃতিত্ব কোনো অংশেই কম নয়। আর সেই কথা মাথায় রেখেই মানবতার নিরাপত্তা এবং কল্যাণের জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এই অঞ্চলের হাসপাতালের নার্সদের ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য নারায়ানা মাল্টিস্পেশালিটি হাসপাতালের নার্সিং টিমকে নির্বাচিত করে স্বীকৃতি এবং সম্মাননা প্রদান করেন। তাঁরা মানবসেবায় যে ত্যাগ স্বীকার করে নিজেদেরকে নিয়োজিত করেছেন তা অমূল্য এবং আজীবন কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য, যা বলার অপেক্ষা রাখে না।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply