আবারও মোবাইল ফোন উদ্ধার করলো নিউ ব্যারাকপুর থানা

0

HnExpress অলোক আচার্য, নিউবারাকপুর : আবারও নিখোঁজ হয়ে যাওয়া বেশ কিছু দামি মোবাইল ফোন উদ্ধার করল নিউ বারাকপুর থানা। বিভিন্ন পেশার মানুষেরা এই থানায় তাদের হাড়িয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোন উদ্ধারের জন্য জিডি বা সাধারন ডাইরি করেন। আর নিউ বারাকপুর থানার ওসি হিমাদ্রি ডোগরার কড়া নির্দেশে সিভিক ভলেন্টিয়ার দেবাশিস মিস্ত্রী ও বিপুল রায়ের তৎপরতায় মোবাইল ফোন গুলি পুনঃউদ্ধার করা হয়।

টিটাগড় গোস্তা মন্দিরপাড়া থেকে ক্যাটারার শুভ দাসের দামী মোবাইল ফোন উদ্ধার করে রবিবার রাতে তাদের হাতে ফোন তুলে দেন এই থানার ভারপ্রাপ্ত ওসি হিমাদ্রি ডোগরা। আর এছাড়াও হৃদয়পুর নেতাজী সুভাষ রোড থেকে ব্যবসায়ী শরিত বসু চৌধুরীর রেডমি ৫ ব্ল্যাক এবং নদীয়ার তেহট্ট, খাজ্ঞিপুরের করিমপুর থেকে ব্যবসায়ী প্রনব বিশ্বাসের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুত্রের খবর। এদিকে, অভিযোগকারীরা প্রত্যেকে নিজেদের মোবাইল হাতে পেয়ে বেজায় খুশী। তারা বলেন পুলিশের উপর সাধারন মানুষের ভরসা ছিল আর রয়েছে এখনও। পুলিশ প্রশাসন চাইলে অনেক অসাধ্য সাধন করতে পারে।

তার জন্য শুধু দরকার অনেকটা ইচ্ছাশক্তি ও নিজের কর্তব্যের প্রতি অবিচল বিশ্বাস ও সাহসী মানসিকতা। অন্যদিকে, এদিন থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিমাদ্রি ডোগরা বললেন পুলিশের কাজ শুধু চোর ডাকাত ধরাই নয়, এলাকার শান্তি শৃঙ্খলা ও সুষ্ঠ-সুন্দর ভাবে সাম্প্রদায়িকতা বজায় রাখার পাশাপাশি মানুষের সঙ্গে আরও বেশি করে জনসংযোগ বাড়ানো। তাদের সাথে থেকে সুসস্পর্ক গড়ে তুলতে সমাজের বন্ধু হিসাবে মানুষের পাশে দাঁড়ানোটাও আমাদের দায়িত্ব ও কতর্ব্য এর মধ্যে পরে। আর আমরা সেই অসহায় মানুষ গুলির হাড়িয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে নিজেদের সেই কর্তব্যটুকুই পালন করেছি মাত্র।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply