খুন ও ডাকাতির মামলায় জরিত একসাথে তিন জনকে ফাঁসির আদেশ আদালতের
HnExpress অরুণ কুমার, শিলিগুড়ি ঃ এই প্রথম শিলিগুড়ি আদালতের ইতিহাসে একসঙ্গে তিনজনের ফাঁসির সাজা শোনানো হল। সাজা প্রাপ্তরা হলেন পেশায় কাঠ মিস্ত্রি।শিবমন্দির এলাকায় জনৈক প্রদীপ বর্মনের বাড়ীতে সাজাপ্রাপ্ত দীপু সূত্রধর, সহদেব বর্মন, চিরঞ্জিত মোদক খুনের প্রায় দেড়মাস আগে কাঠের কাজ করেছিল। ১৪ই সেপ্টেম্বর ২০১৫ সাল, রাতে সাজাপ্রাপ্তরা ডাকাতির উদ্দেশ্যে প্রদীপ বর্মনের বাড়ি ঢুকে নিশংসভাবে গৃহকর্তা প্রদীপ বর্ধন, স্ত্রী দীপ্তি, পুত্র প্রসেনজিতকে হত্যা করে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ হারিয়ে যাওয়া বাড়ির সকলের মোবাইল ফোনের সূত্র ধরেই পরিশেষে সাজাপ্রাপ্তদের গ্রেপ্তার করে। আজ শিলিগুড়ি মহকুমা আদালতে সেই দোষীদেরই সাজা ঘোষণা হয়। একই পরিবারের তিনজনকে হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় তিনজন অভিযুক্তকেই ফাঁসির সাজা শোনালো শিলিগুড়ি আদালত। যা শিলিগুড়ির ইতিহাসে এই প্রথম ঘটনা বলেই জানালেন সরকার পক্ষের আইনজীবী পীযুষ কান্তি ঘোষ।
তারা অভিযোগ জানানোর প্রায় তিন বছরের মাথাতেই শনিবার শিলিগুড়ির অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের ফার্স্ট কোর্টে বিচারক দেবপ্রসাদ নাথের এজলাসে এই সাজা ঘোষনা করা হল৷ অভিযুক্তরা হলেন, সহদেব বর্মন, দীপু সুত্রধর ও চিরঞ্জিত মোদক। অভিযুক্তদের বিরুদ্ধে ২০২, ৩৯৫, ৪১১,১৩৪৫ ধারায় মামলা হয়। সুত্র অনুযায়ী পুর্ব পরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় এই খুন করা হয়েছে বলেই জানালেন সরকার পক্ষের আইনজীবী।