আবারও নিউব্যারাকপুর থানার পুলিশ উদ্ধার করল নিখোঁজ যাওয়া মোবাইল ফোন
HnExpress অলোক আচার্য, নিউ বারাকপুর : আবারও নিঁখোজ যাওয়া দামী মোবাইল ফোন উদ্ধার করল নিউ বারাকপুর থানার কর্তব্যরত পুলিশ প্রশাসন। মঙ্গলবার রাতে অভিযোগকারীদের হাতে হারিয়ে যাওয়া নামী দামী কোম্পানির মোবাইল ফোন তুলে দেন থানার ওসি হিমাদ্রি ডোগরা, এস আই প্রনমেষ রাহা ও সিভিক ভলেন্টিয়ার বিপুল রায়।
ব্যারাকপুর এর ২নং পঞ্চায়েত সমিতির বোদাই দক্ষিনপাড়ার ব্যবসায়ী শেখ রাজার মোবাইল ফোন উদ্ধার করা হল দক্ষিন ২৪ পরগণা জেলার কাকদ্বীপ থেকে। অপরদিকে নিউ বারাকপুর পুরসভার ১নং ওয়ার্ডের মেইন রোড ইস্টের বাসিন্দা দেব প্রীয়া বন্ধোপাধ্যায়ের তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয় কলকাতা শহরতলির পার্কসার্কাস থেকে। দেবপ্রীয়া দেবী পেশায় পোশাক ব্যবসায়ী।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ঃ ৮২৪০৯০২৪৪৫
তাঁর ফোন নিঁখোজ হয় গত ১৪ই জুলাই রাতে স্হানীয় শক্তি সংঘ এলাকায়। অভিযোগের ভিত্তিতে নিউ বারাকপুর থানার পুলিশ নিখোঁজ হওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের হাতে মঙ্গলবার রাতেই তুলে দেন। নিউ বারাকপুর থানার ওসি হিমাদ্রি ডোগরা জানান পুলিশের কাজ শুধু চোর ডাকাত ধরা নয়। পুলিশ হলো সমাজের বন্ধু। সাধারন মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে মানুষের সেবায় পাশে দাড়াতে মানবিকতার কাজটুকুই করেছে।
সমাজের বিভিন্ন পেশার মানুষের প্রতিনিয়ত মোবাইল ফোন হারিয়ে যায়। মানুষ সাধারন ডাইরি করেন মোবাইল ফোনটি উদ্ধারের আশায়। অভিযোগের ভিত্তিতে থানার দুই সিভিক ভলেন্টিয়ার দেবাশিস মিস্ত্রী ও বিপুল রায়ের তৎপরতায় মোবাইল ফোন উদ্ধার করা হয়। দেবপ্রিয়া দেবী, শেখ রাজা, দেবাশিষ বাবুরা নিজস্ব মোবাইল ফোন হাতে পেয়ে যারপরনাই খুশী।
পুলিশের উপর মানুষের এখনও ভরসা রয়েছে বলেই জানিয়েছেন দেবপ্রিয়া দেবীরা। এলাকায় বিভিন্ন জনসচেতনতা মুলক সামাজিক অনুষ্ঠানের মধ্যে থেকেও পুলিশের এহেন মানবিক কাজ দৃষ্টান্ত হয়ে উঠেছে একের পর এক নিখোঁজ হওয়া মোবাইল ফোন উদ্ধারকান্ডের ফলে।