December 11, 2024

পাবলিক অ্যাকাউন্টস কমিটির পদে ইস্তফাপত্র জমা দিলেন মুকুল রায়

0
Mukul2 Sixteen Nine
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ গেরুয়া শিবির ছেড়ে আসা মুকুল রায় এবার পিএসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের ইস্তফা জমা দিলেন। একুশের বিধানসভা নির্বাচনের পর পরই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরে আসেন ঘরের ছেলে মুকুল রায়। তারপরেই গত ৯ই জুলাই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি-এর চেয়ারম্যান পদে বসানো হয় তাঁকে। আজ সোমবার সেই পথ থেকে অবসর নেওয়ার জন্য মেল করে নিজের ইস্তফা পত্র পাঠিয়েছেন তিনি।



যার কারণ হিসেবে দেখিয়েছেন নিজের শারীরিক অসুস্থতাকে। যদিও প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম থেকেই গেরুয়া শিবির এই ইস্যুতে বিরোধিতা করেছিল। তাঁদের যুক্তি ছিল, বিধানসভার পিএসি পদটি বরাবরই বিরোধী দলের বিধায়কদের মধ্যে থেকেই কাউকে দেওয়া হয়। কিন্তু মুকুল রায় ততদিনে বিরোধী শিবির ছেড়ে রাজ্য সরকার গোষ্ঠীর দলে ফিরে এসেছেন।



স্ব-সম্মানে তৃণমূল ভবনে তাঁর পুরানো ঘরও ফিরিয়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি নিজেই সেই পিএসি পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মেল করে সেই ইস্তফা পত্র জমা করেন তিনি।

Advertisements

Leave a Reply