Mohun Bagan বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সেরা মোহনবাগান অ্যাথলিটরা
HnExpress শিখা দেব, কলকাতা ঃ রবিবার মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের (Mohun Bagan Athletic Club)১৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেলো। প্রতিযোগিতায় ২৭টি ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলিটরা (Athlete) অংশ নেন। এই ক্রীড়া প্রতিযোগিতায় সেরা স্বীকৃতি পেয়েছে মোহনবাগান। রানার্স আপ হয়েছে ইস্টবেঙ্গল।
তৃতীয় হয়েছে হাওড়া জেলা ক্রীড়া সংস্থা। এদিনের পুরস্কার বিতরণ (Price Distribution) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাথলিট সরস্বতী দে সাহা, অলিম্পিয়ান শ্যুটার জয়দীপ কর্মকার, সোমা বিশ্বাস, ফুটবলার মানস ভট্টাচার্য, বিদেশ বসু সহ ক্লাব সচিব দেবাশিস দত্ত, দেবাশিস ব্যানার্জি, দেবাশিস মিত্র ও ফুটবল সচিব স্বপন ব্যানার্জি।