December 10, 2024

লিগে সবুজ মেরুন শিবির খেলবে কিনা তা এখনও স্পষ্ট নয়

0
Image Editor Output Image 780966858 1663747256319
Advertisements


HnExpress শিখা দেব, কলকাতা ঃ এ টি কে মোহনবাগান সুপার সিক্সে খেলবে কিনা, তা স্পষ্ট করলো না আই এফ এ সচিব অনির্বাণ দত্ত। এদিন এ বিষয় আলোচনা সভায় ছয় দলের প্রতিনিধিরা হাজির ছিলেন। ইস্টবেঙ্গলের বাবু চক্রবর্তী, মহামেডান স্পোর্টিং ক্লাবের কামার উদ্দিন, মোহন বাগান ক্লাবের ইমরান, ভবানীপুর ক্লাবের সৃঞ্জয় বসু, খিদিরপুর ক্লাবের অমিতাভ বিশ্বাস ও এরিয়ান ক্লাবের রাজদীপ নন্দী।



পাঁচটি দল খেলতে চাইলে মোহনবাগান
ক্লাবের প্রতিনিধি বলেন, লিগ চলাকালীন আই এস এল খেলা থাকবে। দুটো খেলা এক সঙ্গে সম্ভব নয়। আয়োজক কমিটিও খেলতে দেবে না। সচিব অনির্বাণ দত্ত বলেন, এই বিষয় আমার ঠিক জানা নেই। বিষয়টা দেখতে হবে।



তবে আমরা চাই পুজোর আগে সবার দুটি করে খেলা হয়ে যাক। কেননা পুজোর জন্য তারপরে পুলিশ পাওয়া যাবে না। মাঠ বন্ধ থাকবে ১ থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত। তাই সবার ফুটবলের স্বার্থে খেলা উচিত। জানা গেছে, আগামী দুই তিনদিনের মধ্যেই একটা ক্রীড়া সূচী প্রকাশ করা হবে।

Advertisements

Leave a Reply