December 10, 2024

কিশোরীর শ্লীলতাহানি, মাত্র ২২ দিনের মধ্যেই অপরাধীর শাস্তি ঘোষণা কোর্টের

0
Image Editor Output Image 329505319 1663744750438
Advertisements


HnExpress ওয়েবডেক্স নিউজ ঃ ১১ই মার্চ রাতে, চিৎপুর থানায় একটি গুরুতর অভিযোগ এসে জমা পড়ে। দমদম এলাকার বাসিন্দা এক মহিলা জানান, তাঁর কিশোরী মেয়েকে যৌন হেনস্থা করেছে তাঁদেরই এক প্রতিবেশী। অভিযুক্তের নাম বশির খান। নিগৃহীতা মেয়েটির বয়স মাত্র ষোল। সেদিন রাত ১০টা থেকে ১১টার মধ্যে কোন এক সময়ে এলাকার সাধারণ শৌচালয়ে গিয়েছিল সে।



শৌচালয়ের আশপাশ এমনিতেই অন্ধকার, তার উপর সেদিন ফিউজ কেটে যাওয়ায় ভিতরের আলোও ছিল না। এই অন্ধকারের সুযোগ নিয়েই মেয়েটিকে শৌচালয়ের ভিতরেই বশির খান শ্লীলতাহানি করে বলে অভিযোগ পরিবারের। সেই মুহুর্তে হাত ছাড়িয়ে কোনমতে পালিয়ে আসে কিশোরী মেয়েটি। এদিন রাতেই থানায় লিখিত অভিযোগ জানান নিগৃহীতার মা।



পরিবারের অভিযোগের ভিত্তিতে সেদিন রাতেই বশিরকে গ্রেপ্তারও করেন চিৎপুর থানার অফিসারেরা। তৎপরতার সাথে ‘পকসো’ আইনে (Protection of Children from Sexual Offences Act) মামলা রুজু করা হয়। পুলিশ সুত্রের খবর, উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ-সহ মাত্র ৭ দিনের মধ্যে জমা দেওয়া হয় নিশ্ছিদ্র চার্জশিট। আর সেই মামলা শুরুর ২২ দিনের মধ্যেই দোষীর বিরুদ্ধে রায় দিয়েলেন বিচারক।

এদিন আদালতের রায় অনুযায়ী, বশির খানের ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক। আর এর পাশাপাশি জরিমানা অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ আরও ৬ মাস বাড়বে বলেও নির্দেশ দেওয়া হয়। এই কেসের তদন্তকারী অফিসার ছিলেন চিৎপুর থানার সাব ইনস্পেকটর সৃষ্টিধর মাহাতো। যার অসম্ভব প্রচেষ্টায় দ্রুততার সাথে এই তদন্তের সঠিক কিনারা হয়।

ছবি ও তথ্যসূত্র ঃ কলকাতা পুলিশ ফাইল।

Advertisements

Leave a Reply