চুনীর নামে গেট, পিকের নামে জিম হবে মোহনবাগানে

0


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ পিকে চুনীকে সম্মান জানালো মোহনবাগান। ক্লাবের নতুন কমিটির বার্ষিক সাধারণ সভা হয়ে গেলো শনিবার। ইতিহাসে প্রথমবার সভাপতি ছাড়াই হলো গঙ্গাপাড়ের ক্লাবের বার্ষিক সাধারণ সভা। এদিন ক্লাব লনে মেম্বারদের জন্য ছিল নানা সংস্কৃতির অনুষ্ঠান এর আয়োজন। জানা গেলো, গত দুই বছর করোনার জন্য বাজেটে অনেক ঘাটতি আছে। সেটা খুব তাড়াতাড়ি পূরণ করা হবে। এছাড়াও আগের নিয়ম অনুযায়ী চুনী গোস্বামীর নামে করা গেট খুব তাড়াতাড়ি তৈরী হবে।

মোহনবাগানের নতুন জিমের নাম প্রয়াত পিকে বন্দোপাধ্যায়ের নামে হবে বলে জানানো হয় এদিনের সাধারণ সভায়। মোহনবাগান কলকাতা হকি লিগ ছাড়াও কলকাতা লিগ, ডুরান্ড, কনাশ্রী টুর্নামেন্টে অংশ নেবে। ক্লাবে টেনিস খেলাও শুরু হবে। এছাড়া ক্লাব মেম্বারদের অনলাইন পেমেন্ট নবীকরণ করার ব্যবস্থা করার ঘোষণা করা হয় সভায়। মোহনবাগান ক্লাবের সোশ্যাল নেটওয়ার্ক অর্থাৎ ফেসবুক, টুইটার এগুলো এতদিন সেভাবে সক্রিয় ছিল না, এবার প্রতিদনের আপডেট দিয়ে সক্রিয় করার ব্যবস্থা করা হবে। এদিন ক্লাবের মিউজিয়ামের জন্য পিকে ব্যানার্জির পরিবার তাঁর ব্লেজার তুলে দিলেন ক্লাব কর্তৃপক্ষের হাতে।



অন্যদিকে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষের হাতে চুনী গোস্বামীর জার্সি তুলে দিলেন তাঁর পরিবারের সদস্য। আর মোহনবাগান ক্লাবের নতুন সভাপতির নাম আগামী পনেরো দিনের মধ্যে জানা যাবে বলে সুত্রের খবর। এছাড়া আগামী মে মাসে এএফসি কাপে যুবভারতীতে মোহনবাগানের বসুন্ধরা কিংস আর গোকুলাম এফসির সঙ্গে ম্যাচ আছে দুপুর দুটোর সময়। সেই ম্যাচ গুলো যাতে দুপুর দুটোর বদলে বিকালে করা হয় ক্লাবের পক্ষ থেকে সেই আবেদন করা হবে। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানালেন, সেপ্টেম্বর, অক্টোবর মাসে ঠিক আছে, কিন্তু মে মাসের এই প্রবল গরমে দুপুর দুটোয় ম্যাচ মেনে নেওয়া যায় না।

বিষয়টা নিয়ে ভাবতে হবে, কারণ খেলাটা কাশ্মীরে নয় কলকাতায় হচ্ছে। প্লেয়ারদের পক্ষে তো বটেই, আমাদের সমর্থকদের জন্যও তা অসুবিধার।’ এছাড়া দেবাশিস দত্ত জানান যে, নামকরণ নিয়ে আমাদের কমিটি মেম্বারদের মধ্যে অনেকেরই আপত্তি থাকায় একটু সময় লাগবে, কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে।’ এদিনও সৃঞ্জয় বসুর নেতৃত্বে আগের কমিটি আর বাকি কমিটিদের নাম না করে একহাত নিলেন দেবাশিস।



তাঁর কথায়, আগের কমিটির অনেকেই অনেক কিছু ভাবেননি। ক্লাব কেমন করে চলবে কেউ ভাবেননি। টুটু বসু টাকা দিয়েছেন, ফুটবল দল চলেছে। কিন্ত ক্লাবের ফান্ডে কিছুই আসেনি। আমাদের কমিটি এটা হতে দেবে না।’ এছাড়া মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সময় বের করে খুব তাড়াতাড়ি গঙ্গাপাড়ের এই ক্লাবের নতুন তাঁবু উদ্বোধন করা হবে বলেও জানান তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদ হাবিব, আকব, সুব্রত চট্টোপাধ্যায়, সুভাষ ভৌমিক, সমরেশ চৌধুরী, বিদেশ বসু, প্রসূন ব্যানার্জির মত প্রাক্তন ফুটবলাররা।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply