September 10, 2024

বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে বিক্রির চেষ্টা

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ টলিউডের জনপ্রিয় অভিনেতা বর্তমানে বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ। তার ভ্যারিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে দাবি করেন। এটা অবশ্য হামেশাই হয় থাকে। অনেক তারকাই তাদের আইডি ও পেজ হারিয়েছেন হ্যাকারদের কবলে পড়ে। তবে আইডি হ্যাক করে সেটি বিক্রি করে দেওয়ার ঘটনা খুব একটা ঘটেনি। যেমনটা ঘটেছে রুদ্রনীলের সাথে অভিযোগ অভিনেতার। তার হ্যাক হওয়া অ্যাকাউন্টটি ৭৫ হাজার টাকায় হ্যাকাররা বিক্রির চেষ্টা করছে।



বিষয়টি রুদ্রনীল ঘোষ তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বুধবার ২২ এপ্রিল রাতে নিজেই পোস্ট করে জানান। বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করে এক পোস্টে ফ্যানদের সতর্ক করে তিনি লেখেন, ‘বুধবার দুপুরে আমার ইনস্টাগ্রাম একাউন্ট হ্যাক হয়। সাইবার ক্রাইম বিভাগে কমপ্লেন করেছি। সূত্রের খবর যে, ব্লু টিক ভেরিফায়েড একাউন্ট হ্যাকার ৭৫ হাজার টাকায় একাউন্টটি বিক্রি করারও চেষ্টা করছে।



দেখা যাক কী হয়! সবাই সতর্ক থাকুন নিজের প্রোফাইল নিয়ে। অজানা কোনো লিংকে ক্লিক করবেন না।’ তিনি আরও লেখেন, ‘বুধবার দুপুর ৩টার পর থেকে ইনস্টাগ্রাম একাউন্টটি আমার নিয়ন্ত্রণে নেই। তাই কোন পোস্ট বা মেসেজ আমি করছি না। আমার একাউন্ট উদ্ধার করে আমার হাতে ফেরত দিলে আবার পোস্ট করে জানাবো।’

রুদ্রনীলের ইনস্টাগ্রাম পেজে বর্তমানে রুদ্রনীল ঘোষের বদলে নাম দেখাচ্ছে নাঈম খান। এর বাইরে তার পেজে আর কোনো পরিবর্তন নেই। যদিও রুদ্রনীল স্ট্যাটাসে জানিয়েছেন, ‘আমার নিজের করা আজ শেষ পোস্ট ছিল, একজন শিল্পী আমার হাতে আমায় আঁকা ছবি গিফট করছেন এটাই।

Advertisements

Leave a Reply