December 10, 2024

বকটুই হত্যাকাণ্ডে রয়েছে রাজ্যের মন্ত্রীর হাত, বিস্ফোরক মন্তব্য মিহিলালের

0
Img 20220420 Wa0003.jpg
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, বীরভূম ঃ বীরভূম জেলার রামপুরহাটের বগটুইয়ের নৃশংস গনহত্যা কান্ডে রাজ্যের এক মন্ত্রীর নাম এলো প্রকাশ্যে। সেই মন্ত্রীর নির্দেশেই নাকি গনহত্যা করা হয়েছে বলে বিষ্ফোরক মন্তব্য করলেন বাগটুই হত্যাকাণ্ডে অন্যতম সাক্ষী মিহিলাল শেখ।

বগটুইকাণ্ডের তদন্তের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই। কয়েকদিন আগেই এই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী মিহিলাল শেখের বয়ান রেকর্ড করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা শাখা। তার আগে, মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগের দাবি করেছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল স্বয়ং। যা নিয়ে, শাসক দলের অন্দরেও জোলঘোলা হয়।



এবার প্রত্যক্ষদর্শীর বয়ানে আনারুলের সঙ্গে মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপোর নামও জড়ালো। এ দিন মিহিলাল শেখের করা দাবি অনুসারে, আশিস বন্দ্যোপাধ্যায়ের আস্কারাতেই বগটুইয়ে হত্যাকাণ্ড চালিয়েছে আনারুল হোসেন। মঙ্গলবার মিহিলাল বলেন যে, ‘আনারুল থেকে লালন, যারা এমন নারকীয় হত্যাকাণ্ড ঘটালো তারাই এখন জেলে ফূর্তি করে বেড়াছে। জেলে পুলিশ, তৃণমূলের লোকাল নেতা আনারুলকে জেলের মধ্যে মদ, বিয়ার এর জোগান দিচ্ছেন।

তিনি আরও বলেন, ওরা রীতিমতো এনজয় করছে, উৎসব পালন করছে জেল হাজতে বসে। আর অপরদিকে আমাদের ছেলে, যাদের মা, বোন, নানী অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে, যাদের নামে কোনও এফআইআর নেই তাদেরকে রামপুরহাট জেল থেকে সিউড়িতে পাঠানো হয়েছে। এইসব আশিস বন্দোপাধ্যায়ের নির্দেশেই হচ্ছে বলে তাঁর দাবি। আনারুলকে গাইড করছেন আশিস ব্যানার্জীই। ‘পাশাপাশি মন্ত্রী ও তাঁর ভাইপো সনুর বিরুদ্ধে নির্মম অত্যাচারের অভিযোগও তুলেছেন মিহিলাল।

Advertisements

Leave a Reply