January 21, 2025

শিলিগুড়িতে ইস্টবেঙ্গল ক্লাবের নামে রাস্তা উদ্বোধন করা হলো

0
Advertisements


HnExpress শিখা দেব, কলকাতা ঃ শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের নামে শিলিগুড়িতে একটা রাস্তার নামকরণ করা হলো। রবিবার ৩০শে এপ্রিল শিলিগুড়ি পুরনিগমের মহা নাগরিক গৌতম দেব তার শুভ সূচনা করেন। শিলিগুড়ি হলো ফুটবলের দ্বিতীয় শহর। সেই শহরে ইস্টবেঙ্গলের নামে রাস্তা হওয়াটা অবশ্যই গর্বের ব্যাপার।

এদিন অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ১০নং গেট থেকে এই শোভাযাত্রা বের হয়। ক্লাবের একশো বছর বর্ষপূর্তির বেশ কিছু স্মরণীয় ছবি প্রদর্শিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, অতনু ভট্টাচার্য।



এছাড়াও আলোক মুখার্জি, কৃষ্ণেন্দু রায়, সুমিত মুখার্জি, ক্লাব কর্মকর্তা রূপক সাহা, দেবব্রত সরকার, সদানন্দ মুখার্জি সহ অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ, ভারতী ঘোষ, কুন্তল গোস্বামী এবং আরও অনেকেই।

Advertisements

Leave a Reply