September 9, 2024

নোংরা প্রস্তাবে রাজি না হওয়ায় যৌন হেনস্তার শিকার বারড্যান্সার

0
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ, ভাস্কর বাগচি : এখনকার বিভিন্ন পানশালা গুলিতে ড্যান্সার সিঙ্গারদের নিরাপত্তা নেই বললেই চলে। তাই ড্যান্সারদের সহ্য করতে হয় বহু নির্যাতন। মুম্বাইয়ের পরে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল হায়দ্রাবাদ। রবিবার এই শহরের একটি পানশালার ক্রেতাদের নোংরা ইঙ্গিতে সারা না দিয়ে গড়রাজি হওয়ায় এক বারড্যান্সার বা নর্তকীর সাথে বদসুলুকি করল ওই পানশালারই এক অতিথি। মহিলার পরণের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগও ওঠেছে ওই অতিথি স্বজনের বিরুদ্ধে। পুলিশ চারজনকে গ্রেপ্তারও করেছে বলে জানা গেছে।

সূত্রের খবর, হায়দ্রাবাদের বেগমপেট এলাকার একটি পানশালায় মাস কয়েক আগে কাজ শুরু করেছিলেন ওই আক্রান্ত মহিলা। প্রথম দিন থেকেই তাঁকে প্রায় কারণে অকারণে হেনস্তা করা হত বলে অভিযোগ। তিনি আরও অভিযোগ করেন যে, পানশালার অতিথিদের সঙ্গে নোংরা সম্পর্কে জড়ানোর জন্যও তাঁর উপর রীতিমতো মানসিক চাপ দেওয়া হত।

যা তিনি কোনওভাবেই মেনে নেয়নি, আর তারই ফলস্বরূপ রবিবার ওই মহিলার উপর চড়াও হয় পাঁচ অভিযুক্ত। মহিলার উপর হামলা চালিয়ে জামা-কাপড় ছিঁড়ে নেওয়ার পরে তাঁকে মারধর করা হয়। অভিযুক্তদের মধ্যে চারজন মহিলা ও একজন পুরুষ। মহিলারা অবশ্য তারই সহকর্মী ছিলেন। তাদেরকেও গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও অভিযুক্ত ব্যক্তি এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে হায়দ্রাবাদ পুলিশ।

Advertisements

Leave a Reply