ধর্ষণের শিকার এক কিশোরীর গুলিতে আহত ধর্ষকের মা
HnExpress নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ঃ ধর্ষণের শিকার এক ১৬ বছর বয়সী এক কিশোরী ধর্ষকের মা’কে গুলি করে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সেই মহিলাটিকে। তবে পুলিশ ওই কিশোরীকেও গ্রেফতার করেছে বলে জানা গেছে। শনিবার দেশের রাজধানী নয়াদিল্লির ভজনপুরা এলাকার ঘটনা।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, বিকেল প্রায় সাড়ে ৫ টার দিকে নয়াদিল্লীর ভজনপুরা এলাকায় এই ঘটনাটি ঘটে। ওই কিশোরী বছর পঞ্চাশের ওই মহিলাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। গুলির আঘাতে লুটিয়ে পড়েন তিনি। এলাকার লোক তড়িঘড়ি উদ্ধার করে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ আরও জানিয়েছে যে, অভিযুক্ত কিশোরী ওই মহিলার ছেলের বিরুদ্ধ তাঁকে ধর্ষণ করার অভিযোগ করা হয়েছে। অভিযোগ, বছর দুয়েক আগে অর্থাৎ ২০২১ সালে ওই কিশোরটি এই কিশোরীকে নির্মম ভাবে ধর্ষণ করে। তবে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পুলিশ অভিযুক্ত দুজনেরই নাম প্রকাশ করেনি।
আহত ওই মহিলা এবং তার ছেলে মিলে ভজনপুরা এলাকায় একটি মুদি দোকান চালান বলে জানা গেছে। বর্তমানে ওই গুলিবিদ্ধ আগত মহিলাটি স্থানীয় জিটিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে পরিস্থিতি এখন সংকটজনক নয় বলে জানিয়েছে পুলিশ।