January 23, 2025

সড়ক দূর্ঘটনায় এক সাথে মৃত্যু পরিবারের ৭ সদ্যসের

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, বিহার ঃ ট্রাক আর অটোর মুখোমুখি সংঘর্ষে বেঘোরে প্রাণ দিতে হলো শিশু সহ একই পরিবারের সাত সদস্যকে। এই মর্মান্তিক পথ দূর্ঘটনাটি ঘটেছে ৯ই জানুয়ারি, সোমবার সন্ধ্যায়, বিহারের কাটিহারের কোডা থানার অন্তর্গত ৮১ নং হাইওয়ের উপর দিঘরি পেট্রোল পাম্পের কাছে। ঘটনার পরই পলাতক ট্রাক চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে, এই মর্মান্তিক সংঘর্ষের পর ট্রাক চালক হাওয়া। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ গুলি উদ্ধার করার চেষ্টা করছে। মৃতরা একই পরিবারের অন্তর্গত, চারজন পুরুষ ও দুইজন মহিলা এবং একটি শিশু ছিল বলে খবর পাওয়া গেছে।‌‌



সুত্রের খবর থেকে আরও জানা গেছে যে, এই পরিবারটি মধ্যপ্রদেশের ইটারসি যাচ্ছিল। কাটিহার থেকে ট্রেন ধরার কথা ছিল। এমন মর্মান্তিক দুর্ঘটনার জেরে হাইওয়ে অবরোধ করে মৃতদেহ ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে।

Advertisements

Leave a Reply