September 8, 2024

অনলাইনে আনা বিরিয়ানির বিষক্রিয়ায় মৃত্যু এক তরুণীর

0
Advertisements


HnRxpress ওয়েবডেক্স নিউজ, কেরালা ঃ অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে ২০ বছর বয়সী এক তরুণীর মৃত্যুর ঘটনা ঘটেছে কেরালার কাসারগড় জেলায়। মৃত তরুণীর নাম অঞ্জু শ্রী পার্বতী। গত ৩১ ডিসেম্বর শনিবার স্থানীয় এক হোটেল রোমানসিয়া থেকে অনলাইনে কুঝিমন্তী নামের বিরিয়ানি অর্ডার করে, যা খেয়ে মৃত্যু হয় তাঁর।

পুলিশ তদন্তে জানা গেছে, বিরিয়ানি খাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার পর চিকিৎসার কোনো সুযোগ না দিয়েই তরুণী মৃত্যুর কোলে ঢলে পড়ে। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা তরুণীর মৃত্যুর পরেই তাঁর মা-বাবা থানায় অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে।



অন্যদিকে, কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন যে, ঘটনাটির বিষয় নিয়ে প্রতিবেদন জমা দিতে ফুড সেফটি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। মেয়েটির চিকিৎসা ব্যবস্থার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রী আরও জানান যে, হোটেল থেকে আনা খাবারের বিষক্রিয়াতেই মৃত্যুর ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তা প্রমাণ হলেই হোটেলটির লাইসেন্স বাতিল করা হবে।

Advertisements

Leave a Reply