টেবিল টেনিস প্রতিযোগিতায় বাংলার অঙ্কুরের ত্রিমুকুট জয়
HnExpress শিখা দেব, কলকাতা : দীর্ঘদিন বাদে আবারও নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) অনুষ্ঠিত হলো জুনিয়র জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতা (Table Tennis Tournament)। রবিবার ফাইনাল খেলায় জুনিয়র বিভাগে অঙ্কুর ভট্টাচার্য্য ৪-০ গেমে বোধিসত্ত্ব চৌধুরীকে হারিয়ে খেতাব জিতে নেয়। ডাবলসে (Doubles) অঙ্কুর ও বোধিসত্ত্ব জুটি ৩-১ গেমে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফেমাস জুটিকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন (Champion) হয়।
দলগত বিভাগে বাংলা (Bengal) সেরার সেরা উপাধি লাভ করেছে। এই দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অঙ্কুর। তিনটি বিভাগে সোনা (Gold) জিতে অঙ্কুর ভট্টাচার্য্য ত্রিমুকুট (three Crowns) জয়ের নজির গড়লেন বাংলার (Bengal) মুখ হয়ে। এদিনের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি ও এ-র সভাপতি স্বপন ব্যানার্জি (Swapan Banerjee) সহ আরও বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।