September 10, 2024

পদ খোয়ালেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্ড

0
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা ঃ যা ভাবনা ছিল তাই হলো। প্রসঙ্গত উল্লেখ্য, আই এস এল ফুটবলে (ISL Football) পর পর তিনটে ম্যাচেই মোহনবাগান (Mohun Bagan) হেরে যাবার পরেই কোচ জুয়ান ফেরান্ডকে (Juan Fernando) সরিয়ে দেওয়া হবে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবুও কেরালার (Kerala) সঙ্গে ম্যাচের ফলাফলের উপর কোচের ভাগ্য অনেকটাই নির্ভর করছিল।

এই ম্যাচে মোহনবাগান (Mohun Bagan) হেরে যাওয়ার পরেই সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। বুধবার ক্লাবের পক্ষ থেকে বলে দেওয়া হল জুয়ান ফেরান্ডের (Juan Fernando) পদ খোয়া গেল। বর্তমানে কোচের দায়িত্ব দেওয়া হল হাবাসকে (Hawas)। পুরাতন কোচকে সরিয়ে আখেরে কী সত্যিই কোনো লাভ হবে? এর উত্তর হয়তো ভবিষ্যৎ দেবে।

Advertisements

Leave a Reply