গুরুতর সমস্যা না থাকায় ভর্তি নিলো না এইমসের চিকিৎসারা
HnExpress নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর ঃ সোমবার সকালে রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতা এয়ারপোর্ট থেকে এয়ার অ্যাম্বুলেন্স উড়িয়ে নিয়ে গিয়েছিল উড়িশ্যার ভূবনেশ্বরে। কলকাতা হাইকোর্ট সেরকমই নির্দেশ দিয়েছিল। আর সেই নির্দেশ মেনে সময়ের মধ্যেই রিপোর্টও দিয়েছে ভুবনেশ্বরের এইমসের চিকিৎসারা।
রিপোর্টে এইমস-এর ডিরেক্টর একজিউটিভ ডাঃ আশুতোষ বিশ্বাস বলেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায়ের তেমন কোনও গুরুতর সমস্যা নেই। তবে কিছু তাঁর শরীরে পুরনো নানা রকম রোগ রয়েছে। দীর্ঘ দিন ধরে উনি অনেক ওষুধ খাচ্ছেন। তবে তাঁর অসুস্থতা তেমন কোনো ‘সিরিয়াস’ নয়। ফলে এইমসের চিকিৎসারা তাঁকে ভর্তি নেয়নি।’’ তিনি আরও বলেন, ‘‘কিছু নিয়মিত সমস্যায় ভুগছেন পার্থ চট্টোপাধ্যায়।
ফলে নিয়ম মেনে ওষুধ খেয়ে যেতে হবে। তবে হাসপাতালে ভর্তি রাখার মত তেমন কিছু নেই।’’ এমসের এই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে মেডিক্যাল অফিসার এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকেও। এসএসসি দুর্নীতি মামলায় শনিবার ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপরই তিনি অসুস্থ হয়ে যান হটাৎ। নাকতলার বাড়ি থেকে তুলে জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে।
পরে নিম্ন আদালতের নির্দেশে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে আবেদন করে ইডি। আর হাইকোর্টের নির্দেশে দেখানো হয় ভুবনেশ্বরের এইমসে। আপাতত ভর্তি হওয়ার মত অসুস্থ নয় বলে জানা গেছে।