মথুরার রাধা দামোদর মন্দিরে মহিলা ভক্তদের উপর জারি ফতোয়া
HnExpress ওয়েবডেক্স নিউজ, মথুরা : ছোট পোশাক পড়ে আর মন্দিরে প্রবেশ করতে পারবেন না মহিলা ভক্তরা। এরকমই ফতোয়া জারি হল মথুরার রাধা দামোদর মন্দিরে। এর আগেও গাজিয়াবাদ, মুজাফফরবাদ, আলিগড়ের একাধিক মন্দিরেও এই নির্দেশিকা জারি করা হয়েছিল। দেশ বিদেশ থেকে প্রচুর ভক্ত এবং পর্যটকরা মথুরার এই মন্দির পরিদর্শন করতে আসেন।
কিন্তু হটাৎই এরকম ফতোয়া ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। মন্দির কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, কোনওরকম অশালীন পোশাক পরে মন্দিরে প্রবেশ করতে পারবেন না মহিলারা। ছোট এবং টাইট পোশাক তো পড়াই যাবে না। এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে এই রাধা দামোদর মন্দিরের পক্ষ থেকে।
মন্দিরের বাইরে ইতিমধ্যেই একটি সাইনবোর্ড লাগানো হয়েছে। তবে কেবলমাত্র মহিলা ভক্তদের জন্যই নয়, পুরুষ ভক্তদের জন্যও পোশাক ফতোয়া দেওয়া হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। পুরুষরাও হাঁটুর উপর কোনও পোশাক পরে মন্দিরে প্রবেশ করতে পারবেন না।
রাধা দামোদর মন্দিরের সেবায়েত পূর্ণ চন্দ্র গোস্বামী সকলের কাছে এই নিয়ম পালন করার আর্জি জানিয়েছেন। মুজাফফরনগরের এই মন্দিরগুলির বাইরেও পোষাক পরিধান নিয়ে নোটিশ টাঙানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, “মন্দিরের ভিতরে ছবি তোলা যাবে না।
অশালীন পোশাক পরে প্রবেশ করা যাবে না। মন্দিরের গরিমা বজায় রাখার জন্য সনাতন ধর্ম বহির্ভূত কেউ যেন মন্দিরে প্রবেশ না করে। এছাড়াও মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ মদ্যপান, গুটকা, সিগারেট না খাওয়ার নিয়েও বিস্তর নির্দেশিকা দিয়েছে মন্দির ট্রাস্টগুলি।