১৫ বছর পর ফের রাজ্যের ন্যানো ধাক্কা, রাজ্য-রাজনীতির আলোচনায় আবার সিঙ্গুর

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : এবারে সিঙ্গুর মামলায় বেশ (Singur Case) বড়সড় ধাক্কা খেলো পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। আরবিটাল ট্রাইব্যুনালের নির্দেশানুযায়ী, টাটা মোটর্সকে সুদ-সহ প্রায় ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকার তরফে। অর্থাৎ ২০১৬ সালের সেপ্টেম্বর মাস থেকে বার্ষিক ১১ শতাংশ হারে সুদ দিতে হবে আসল সমেত।

টাটা বিদায়ের প্রায় ১৫ বছর পর রাজ্য সরকারের এই ন্যানো (Nano Car) ধাক্কায় ফের রাজ্য-রাজনীতিতে আলোচিত বিষয় হয়ে উঠেছে সিঙ্গুর আন্দোলন। এই বিপুল পরিমাণ টাকা এখন সরকারকে দিতেই হবে‌। আর এই নিয়েই ক্ষুদ্ধ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী‌ (Shuvendu Adhikari)। তিনি বলেন, জনগণের করের টাকায় যেন এই ক্ষতিপূরণের টাকা কোনওভাবেই দেওয়া না হয়।

সাধারণ মানুষের করের টাকায় কোপ বসিয়ে নিজেদের ভুলের মাশুল গুনতে দেব না। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘জনগণের করের টাকায় সিঙ্গুর মামলায় টাটাদের (TATA) ক্ষতিপূরণ দিলে এই বাংলায় বৃহত্তর আন্দোলন হবে। দলের তহবিল থেকে টাটাদের ক্ষতিপূরণ দিক তৃণমূল (TMC) কংগ্রেস। তৃণমূলের তহবিলে বর্তমানে তো ৮০০ কোটি টাকা মজুত আছেই। তার থেকেই ক্ষতিপূরণ দেওয়া হোক বলে দাবি বিরোধী দলনেতার।’

যদিও এই ক্ষতিপূরণের অঙ্কের সঙ্গে একেবারেই সহমত নয় নবান্ন। আর এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যেতে চলেছে রাজ্য, এমনটাই বিশ্বস্ত সূত্রের খবর। ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর থেকেই আইনজীবীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকেরা। তবে রাজ্য সরকার এ বিষয় কলকাতা উচ্চ আদালতে, (Kolkata High Court) নাকি দেশের শীর্ষ আদালতে (Supreme Court) আবেদন করবে তা এখনও পরিষ্কার নয়।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply