এক বিরাট বিচিত্রানুষ্ঠান, পরিচালনায় রামকৃষ্ণপল্লী নেতাজি স্পোটিং ক্লাব
HnExpress পিহু মুখ্যার্জি, মধ্যমগ্রাম : গ্রীষ্মের প্রচন্ড দাবদহ শেষে বাতাসে শীতের আমেজে পিকনিক পিকনিক গন্ধ। ঈদ, পুজো, নানান উৎসবের রেশ ধরে আসছে ক্রিসমাস বা বড়দিন ও নতুন বছর। স্বভাবতই এখন বনভোজন থেকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান বা ফাংশনে মেতে ওঠে উৎসব প্রিয় মানুষ। এমনই এক মনোমুগ্ধকর কালারফুল মিউজিক্যাল নাইট মধ্যমগ্রাম শহরবাসীকে বড়দিনের উপহার দিল আব্দালপুরের রামকৃষ্ণপল্লী নেতাজি স্পোটিং ক্লাব শ্যামাপুজো কমিটি।
গত নভেম্বর মাসে রামকৃষ্ণপল্লীর এই শ্যামপূজা কমিটি ৪৬ তম বর্ষে পদার্পণ করে। মূলত সেই অনুষ্ঠানের রেশ ধরেই পুজো কমিটির পরিচালনায় ও সম্পাদক তীর্থ অধিকারীর স্বত:স্ফূর্ত উদ্যোগে শনিবার এক বিরাট কালারফুল বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন সদস্য স্বর্গীয় লাল্টু দাসের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ক্লাবের বর্তমান সদস্যবৃন্দ।
এরপর এলাকার ছোট্ট ছোট্ট শিশু শিল্পীদের অনবদ্য নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার শুভরম্ভ হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পুর পরিষদ প্রধান নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পংকজ কান্তি চন্দ, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর জুম্মান আলী ও ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিনের বিশেষ আকর্ষণ ছিল, ক্লাসিক মিউজিক্যাল গ্ৰুপ ব্যান্ডের মিরাক্কেল সিজন ৮ খ্যাত হাস্যকৌতক শিল্পী কাজুর কার্যকলাপ, জিবাংলা সারেগামাপা খ্যাত ঐশ্বর্য সাহা, স্টার জলসা বেঙ্গল আইডল খ্যাত রূপম ভট্টাচার্য এবং জিবাংলা সারেগামাপা খ্যাত তানিশা রায়ের অসাধারণ ও জমজমাটি আধুনিক সঙ্গীতানুষ্ঠান। আর এই জমজমাট কালারফুল সন্ধ্যা উপভোগ করতে রাত প্রায় ২টো অব্দি গোটা মধ্যমগ্রামের মানুষের উপস্থিতি ও উন্মাদনা ছিল তুঙ্গে। তাই বলাই বাহুল্য যে, পুজো কমিটির এই উদ্যোগ এক কথায় সুপার-ডুপার হিট।