পার্টিতে ডেকে এনে এক মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণ করলো সহকর্মীরাই
HnExpress নিজস্ব প্রতিনিধি, নিউটাউন : আবারও শহর কলকাতায় গণধর্ষণ। রাজারহাটের নিউটাউনে এক মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীকে পার্টিতে ডেকে এনে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। এদিন পার্টি চলাকালীন মদ্যপান করিয়ে তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে জানা যায়। সেই নির্যাতিতা তরুণীর অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যে নিউটাউন থানার পুলিশ তিনজনকে গ্রেফতারও করেছে।
সুত্রের খবর অনুযায়ী জানা গেছে যে, শুক্রবার রাতে নিউটাউনের শাপুরজি এলাকার একটি আবাসনে এই পার্টির আয়োজন করা হয়েছিল। প্রতি সপ্তাহেই নাকি এই পার্টির আয়োজন করা হয়। সেইমতো এই শুক্রবারেও সাপ্তাহিক পার্টিতে যোগ দিয়েছিলেন নির্যাতিতা মহিলা। সেখানে অন্য দিনের মত তাঁর বন্ধুবান্ধবরাও উপস্থিত ছিলেন। অভিযোগ, তরুণীকে না বলে মদ খাওয়ানো হয়। আর নেশাগ্রস্ত হয়ে পড়লে অত্যাচার শুরু হয়।
তরুণীর অভিযোগের ভিত্তিতে আটক তিন যুবককেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। টেকনোসিটি থানাতেই রাখা হয়েছে তিন অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ওই তিন জনও অভিযুক্তও একই তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকুরিরত। শনিবার সকালে নির্যাতিতার লিখিত অভিযোগ পেয়ে পুলিশ নিউটাউন এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে। আর অন্য একজনকে পাওয়া যায় কলকাতার এন্টালি এলাকা থেকে।