December 10, 2024

বিশ্ব রেকর্ডে নিজের নাম লেখাতে চলেছে পশ্চিমবঙ্গ রেলের “ব্যান্ডেল স্টেশন”

0
Maxresdefault
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, ব্যান্ডেল ঃ তিনদিন নাজেহাল অবস্থায় কেটেছে হাওড়া- ব্যান্ডেল শাখার নিত্যযাত্রীদের। কারন ব্যান্ডেলে ইন্টারলকিংয়ের জেরে ২৭শে মে থেকে তিনদিনের জন্য বন্ধ ছিল ব্যান্ডেল স্টেশন। সেই কাজ শেষ হয় সোমবার রাত ১টা ২০ মিনিট নাগাদ। বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের কাজ সম্পন্ন হয়েছে ব্যান্ডেল স্টেশনে। কিন্তু এই নতুন সিস্টেম চালু হলেও প্রথামিক ভাবে সমস্যার সম্মুখীন হতে হয়েছে নিত্য যাত্রীদের। কারন একাধিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

এতটাই দেরি হচ্ছে যে এক একটি ট্রেনকে ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট পর্যন্ত দেরিতে চলতে দেখা গিয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। কিন্তু, এই ভোগান্তির ফলেই আরও মসৃণ ভাবে ব্যান্ডেল দিয়ে রেলযাত্রা করতে পারবেন যাত্রীরা। পাশাপাশি সুত্রের খবর, পূর্ব ভারতের এই অতিগুরুত্বপূর্ণ জাংশনটির নাম লেখা হতে পারে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’-এ। ব্যান্ডেল-মগরা থার্ড লাইনের কাজ ও ব্যান্ডেলে ইন্টারলকিংয়ের জেরে ২৭ মে থেকে তিনদিনের জন্য বন্ধ ছিল ব্যান্ডেল স্টেশন।



এই ইন্টারলকিং সিস্টেমের কাজের দায়িত্বে থাকা সংস্থা ‘পরম’-এর ম্যানেজিং ডিরেক্টর পুনীত পাঠক সংবাদ মাধ্যমকে জানান, বিশ্বের সবচেয়ে বড় এই ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম বিবেচনার জন্য ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’- এ ব্যান্ডেলের নাম পাঠানো হয়েছে। এক হাজার দুইটি রুটের ইন্টারলকিং সিস্টেম চালু হয়েছে ব্যান্ডেলে। রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে।, সোমবার দিনভর ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম পরীক্ষা করে দেখা হয়েছে। এরপর ফের স্বাভাবিক হয়েছে রেল চলাচল।

ইন্টারলকিংয়ের জেরে বদলে গিয়েছে ব্যান্ডেল স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর। ব্যাণ্ডেলে এতদিন প্লাটফর্ম নম্বরগুলি ছিল ১এ, ১বি, ১, ২, ৩, ৪ ও ৫। ৩১শে মে থেকে সেটাই বদলে হয়েছে ১বি প্ল্যাটফর্মের নাম ১ নম্বর প্ল্যাটফর্ম। ১এ-র নাম হয়েছে ২ নম্বর প্ল্যাটফর্ম। যেটি ১ নম্বর প্ল্যাটফর্ম ছিল, সেটি হয়ে গিয়েছে ৩ নম্বর প্ল্যাটফর্ম। ২ নম্বর প্ল্যাটফর্মটি হয়েছে ৪ নম্বর প্ল্যাটফর্ম। আর ৩ নম্বর প্ল্যাটফর্মটি হয়েছে ৫ নম্বর প্ল্যাটফর্ম এবং ৪ নম্বর প্ল্যাটফর্ম হয়েছে ৬ নম্বর প্ল্যাটফর্ম। ৫ নম্বর প্ল্যাটফর্ম হয়েছে ৭ নম্বর প্ল্যাটফর্ম।

Advertisements

Leave a Reply