September 10, 2024

রাজ্য জুরে চাকরির হাহাকার, জেনে নিন মুখ্যমন্ত্রী হিসেবে কি সিদ্ধান্ত নিলেন মমতা

0
Advertisements

HnExpress জয় গুহ, কলকাতা ঃ বর্তমানে রাজ্যে জুরে চলছে চাকরির হাহাকার। সেখানে এখন থেকে প্রতি বছর আর এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন এর আসর বসবে না। এবার থেকে এক বছর অন্তর হবে এই শিল্প সম্মেলন। হ্যাঁ, বুধবার বিধানসভায় এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরে ইতিমধ্যেই শিল্প সম্মেলন হয়ে গিয়েছে। এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আগামী বছর থেকে আর প্রতি বছর হবে না। পরের শিল্প সম্মেলন ২০২১ সালে হবে বলে ঘোষণা করেন তিনি, যেটা কিনা রাজ্যের আগত বিধানসভা নির্বাচনের বছর।

বর্তমানে বিধানসভায় এখন বাজেট এর অধিবেশন চলছে। রাজ্যপালের ভাষণের পরে, তার জবাবি ভাষণ দিতে গিয়ে তিনি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন প্রতিবছর না করার কথা বললেও, হঠাৎ কেন তড়িঘড়ি এই সিদ্ধান্ত তা অবশ্য বিস্তারিত জানাননি মুখ্যমন্ত্রী। এদিকে, রাজ্যের পালাবদলের পরে পরেই এই সম্মেলন শুরু করেন তিনি। প্রতিবছরই শিল্প সম্মেলন হলেও রাজ্যে শিল্প আসেনি বলেই বারবার বিরোধীরা কটাক্ষ করে সমালোচনা করলেও তা বন্ধ হয়নি। কিন্তু এবার তা এক বছর অন্তর অন্তর পালন করার সিদ্ধান্ত জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তবে এর পিছনে যথার্থ কারণ হিসেবে কিছুই বলেননি বাংলার মুখ্যমন্ত্রী তথা মা মাটি মানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধায়।

যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। 

এদিন এই সিদ্ধান্ত জানানোর পরেও সমালোচনা করতে ছাড়েননি বিরোধীরা। এদিন বিধানসভার বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান বললেন, “শিল্প সম্মেলন একেবারেই বন্ধ হওয়া উচিত। ওটি একটি বায়বীয় জিনিস মাত্র। কী যে কাজ হয়েছে তা আজও কেউ জানে না। জানে শুধু, যে বছরে কোটি কোটি টাকা খরচ হচ্ছে।” একই সুরে সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেছেন, “এক বছর অন্তর বা পাঁচ বছর অন্তর যখনই হোক না কেন এই রাজ্যে যে শিল্প সম্মেলন হয় তা হওয়া আর না হওয়া দুটোই সমান। যেখানে রাজ্যের যুবকেরা বেকারত্ব নিয়ে ঘুরে বেরাচ্ছে, আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, রাজ্য জুরে চলছে চাকরির নিদারুণ হাহাকার। সেখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে শিল্পের নামে, কিন্তু তার রেজাল্ট বাবদ কিছুই পাওয়া যায় না আখেরে। চাকরি দেওয়ার নামে শিল্প – বানিজ্য এখন প্রহসন মাত্র।”

Advertisements

Leave a Reply