বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ বামনেতাদের গ্রেফতারকে ঘিরে প্রতিবাদে সোচ্চার তারাকারা
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ ৩রা সেপ্টেম্বর, সোমবার অষ্টমীর সন্ধ্যায় তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য রাজনীতি। কলকাতায় রাসবিহারীর পথসভা থেকে বাম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, অভিনেতা-পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সহ বাম নেতাদের আটক করে পুলিশ।
আর সেই পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ও অন্যান্য বাম নেতাদের আটক হওয়া নিয়ে প্রতিবাদে সরব হলেন টলিউডের একদা জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এদিন অভিনেত্রী বলেন “পরে পরে মার খাওয়ার দিন এবার শেষ।
কমলেশ্বর মুখোপাধ্যায় ও অন্যান্য কমরেডদের গ্রেফতারের প্রতিবাদে তীব্র ধিক্কার জানাচ্ছি।” ফেসবুকেও সোচ্চার হন অভিনেত্রী। এর আগে এই ঘটনার প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কেও।