January 23, 2025

দুর্গাপূজা কার্নিভাল ২০২২, রেড রোডে ১০০টি পুজো কমিটি থাকছে নানান থীমে

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ রাজ্যের তৃনমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর স্বতঃস্ফূর্ত উদ্যোগে কলকাতায় শুরু হয়েছে দুর্গাপূজা কার্নিভাল। তবে মাঝে দু’বছর মারন ভাইরাসের জেরে বন্ধ ছিল এই অনুষ্ঠান। ফের সেই কার্নিভাল হতে চলেছে দুর্গাপূজা ২০২২ এ। শনিবার শহর কলকাতার প্রায় ১০০টি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নিয়েছে।



এবার এই কার্নিভালে উপস্থিত হয়েছেন ইউনেস্কোর প্রতিনিধিরা। কারন সম্প্রতি কলকাতার দূর্গা পুজো হেরিটেজ স্বীকৃতি লাভ করেছে। কার্নিভালে অংশ নেওয়া প্রতিটি পুজো কমিটিই সর্বাধিক তিনটি গাড়ি আনতে পারবে। প্রতিমা-সহ প্রতিটি গাড়ির উচ্চতা থাকবে ১৬ ফুটের মধ্যে। আর, যে সব প্রতিমার উচ্চতা আরও বেশি, তাদের নিচু গাড়িতে করে আনতে হবে।

কার্নিভালে অংশ নেওয়া গাড়ির নাম-সহ চালকের যাবতীয় তথ্য স্থানীয় থানায় জমা রাখতে হবে। কার্নিভালে আনা গাড়িগুলোর কোনও যান্ত্রিক ত্রুটি আছে কি না, তা আগেই ভালো ভাবে খতিয়ে দেখে নিতে হবে। কার্নিভাল বা শোভাযাত্রায় প্রতিটি পুজো কমিটির সঙ্গে একজন করে পুলিশ আধিকারিক থাকবেন।



ঢাকি-সহ প্রতিটি ক্লাবের সঙ্গেই থাকতে পারবে সর্বোচ্চ ৫০ জন সদস্য। এরই পাশাপাশি কার্নিভালে অংশগ্রহণকারী পুজো কমিটির সদস্যরা সকাল ১১টার মধ্যে কলকাতা পুলিশের কাছে সে বিষয় রিপোর্ট জমা করবেন। মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়। আগত গাড়িগুলোকে কেপি রোড ধরে বিসর্জনের জন্য এগিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসন তরফে জানানো হয়েছে।

Advertisements

Leave a Reply