January 21, 2025

বাড়ি এলেন দুই ব্রোঞ্জ পদক জয়ী সুতীর্থা ও ঐহিকা

0
Advertisements

HnExpress শিখা দেব, দমদম : ইতিহাস সৃষ্টি করে বাড়ি ফিরলেন চলতি এশিয়ান গেমসে টেবল টেনিস প্রতিযোগিতায় ব্রোঞ্জ জয়ী বাংলার দুই মেয়ে সুতীর্থা মুখার্জি ও ঐহিকা মুখার্জি। বুধবার ভোর সকালে দমদম বিমানবন্দরে অবতরণ করার পরে বাংলার দুই মেয়েকে ফুলের মালা পড়িয়ে অভিনন্দন জানানো হয়।

এদিন বেশকিছু সাধারণ মানুষের সঙ্গে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় ও কোচ সৌম্যজিত রায়, পৌলমী ঘটক এবং অভিজিৎ রায় চৌধুরী। দুই ব্রোঞ্জ পদক জয়ী সুতীর্থা আর ঐহিকা বলেন, আমাদের কাছে এবারের এশিয়ান গেমস চিরস্মরণীয় হয়ে থাকবে।

এশিয়ান গেমসে খেলে দেশকে পদক তুলে দিতে পেরেছি, এর থেকে বড় কথা বড় সম্মান আর কী হতে পারে! বাংলার মেয়ে হিসাবে এই কাজটা করতে পেরেছি এটাই আমাদের কাছে পরম প্রাপ্তি। এই পদক আমরা বাংলার খেলাপ্রেমী মানুষের জন্য আজ উৎসর্গ করলাম।

Advertisements

Leave a Reply