হড়পা বানে বানভাসি সিকিম, বিপর্যস্ত পার্বত্য থেকে সমতল

0

HnExpress ওয়েবডেক্স নিউজ, সিকিম : হড়পা বানের জলে বানভাসি সিকিম। তিস্তা নদীর উতাল ঘোলা জলে ভেসে আসছে মৃতদেহ, চটি, জামাকাপড়, বাসনপত্র, গবাদি পশু থেকে রান্নার গ্যাসের আধভর্তি সিলিন্ডার। সিকিমের পার্বত্য এলাকায় প্রবল ক্ষয়ক্ষতির পরে সমতলে তিস্তার দু’ধারে বন্যা পরিস্থিতি তৈরি হয়। গোটা দেশ থেকে বিছিন্ন সিকিম।

ফলে সেবক থেকে বাংলাদেশ পর্যন্ত সমতলেও মাত্রাতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে। জলপাইগুড়ির জেলা প্রশাসন জানিয়েছে, কোথায় ঠিক কতটা ক্ষতি, তা জল কমার পরেই স্পষ্ট ভাবে বোঝা যাবে। গজলডোবা ব্যারাজেরও যথেষ্ট ক্ষতি হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে জানিয়েছেন, জল কমার সঙ্গে সঙ্গেই ব্যারাজ মেরামতি কাজ শুরু করা হবে।

আজ, বৃহস্পতিবার রাজ্যের সেচমন্ত্রী এবং সেচসচিব উত্তরবঙ্গে আসছেন। জলপাইগুড়ির গজলডোবা এলাকায় এক মহিলা-সহ তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিন রাত পর্যন্ত মৃতদের কোনো পরিচয় জানা যায়নি। মনে করা হচ্ছে, দেহগুলি সিকিম বা এই রাজ্যের পার্বত্য এলাকা থেকে ভেসে এসেছে।

এদিন সন্ধের পরে তিস্তায় ভেসে আসা আরও একটি মৃতদেহ মিলেছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর চারটি দলকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলায় উদ্ধারকাজের জন্য নবান্ন থেকে পাঠানো হয়েছে। আর সাথে রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলার আরও সাতটি দল।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply