November 14, 2024

ভর সন্ধেবেলায় বাড়ি ফেরার পথে হঠাৎই খুন হল যুবক

0
Advertisements

HnExpress ৬ই ফেব্রুয়ারী, পাপাই সরকার, পূর্ব বর্ধমান ঃ সম্প্রতি ভর সন্ধেবেলায় বাড়ি ফেরার পথে হঠাৎই খুন করা হল এক যুবককে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান গুলি করেই খুন করা হয়েছে রথিন বিশ্বাস (৩০) নামের ওই যুবককে। সুত্র অনুযায়ী জানা গেছে মঙ্গলবার প্রায় সাড়ে আটটা নাগাদ বাইকে করে বাড়ি ফেরার সময় বাইক আটকে নৃশংস ভাবে গুলি করে খুন করা হয় তাঁকে।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া কলেজের ঠিক পিছনেই। কাটোয়া শহরের ৩ নম্বর ওয়ার্ড এলাকার কলেজ পাড়াতেই ছিল তার বাড়ি। বাবা রনজিৎ বিশ্বাস জানান তার ছেলে সন্ধ্যা সাতটা নাগাদ বাইক নিয়ে বেড়িয়ে ছিল। বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটে।

এদিন রাত ন’টার দিকে কাটোয়া বিজ্ঞান পরিষদের সমানে রথীনের রক্তাক্ত নিথর দেহ পরে থাকতে দেখে এলাকার লোকজনই খবর দেয় পুলিশকে। তবে ব্যক্তিগত কোনো শত্রুতার দরুন সেই আক্রোশের জেরেই এই খুন বলে মনে করচ্ছে পুলিশ প্রশাসন। যদিও সরজমিনে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান কাটোয়া থানার পুলিশ।

 

Advertisements

Leave a Reply