এবার সুপার প্রিমিয়ার ডিভিশনে কলকাতা লিগ
HnExpress শিখা দেব, কলকাতা ঃ আসন্ন কলকাতা ফুটবল লিগে প্রিমিয়ারে আর বি গ্রুপ থাকছে না। শুরু হচ্ছে সুপার প্রিমিয়ার ডিভিশন। খেলবে ২৬টি দল। তিন প্রধানের সঙ্গে এবারে ওঠা সাংসদ অভিষেক ব্যানার্জির ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবও খেলবে।
মঙ্গলবার আই এফ এ’র লিগ স্ট্যান্ডিং কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। খেলা শুরু হবে আগামী ২৫শে জুন থেকে। তিন প্রধানের মাঠে খেলা হবে। এদিন সভায় উপস্থিত ছিলেন সভাপতি অজিত ব্যানার্জি, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল।
এছাড়াও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ দেবাশিস সরকার, সহ সচিব সুফল গিরি সহ নজরুল ইসলাম এবং বিশ্বরূপ দে। দীর্ঘদিন বাদে আবারও ছোট ও মাঝারি দলগুলো তিন প্রধানের সঙ্গে খেলবে ময়দানে।